টেস্টে একমাত্র ভারতীয হিসেবে দুটো ট্রিপল সেঞ্চুরি রয়েছে সহবাগের। ফাইল চিত্র।
ভারতের সর্বকালের সেরা টেস্ট ওপেনার কে? বিশেষজ্ঞদের মতে, এক নম্বরে অবধারিত ভাবেই থাকবেন সুনীল গাওস্কর। প্রাক্তন অধিনায়ক ও অধুনা বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করছেন, গাওস্করের থেকে খুব একটা পিছনে থাকবেন না বীরেন্দ্র সহবাগ।
সম্প্রতি সহবাগকে তাঁর প্রজন্মের সেরা ম্যাচউইনারদের অন্যতম হিসেবে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সৌরভ। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত ছিলেন নজফগড়ের নবাব। সেই সময়ে বিভিন্ন ফরম্যাটে ভারতের ধারাবাহিকতার নেপথ্যে বড় ভূমিকা ছিল তাঁর।
ইন্ডিয়া টুডে-র এক অনুষ্ঠানে সৌরভ বলেছেন, “ওপেনার হিসেবে ওই প্রজন্মে সবচেয়ে বড় ম্যাচ-উইনার ছিল সহবাগ। আমার নিজস্ব একটা বিশ্বাস ছিল। আমি ওকে বলেছিলাম যে কেউই একটা ব্যাটিং পজিশন নিয়ে আসে না। মানিয়ে নেওয়াই আসল। নিজেদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এলেই সেরা ক্রিকেটারদের পাওয়া যায়।”
সৌরভ আরও বলেন, “আমি যদি একদিনের ক্রিকেটে চার বা পাঁচ নম্বরে নামতাম, তবে যা হয়েছি, তার অর্ধেকও হয়ত হতাম না। সচিনের ক্ষেত্রেও এটা খাটে। মিডল অর্ডারে ব্যাট করলে ও যা করেছে, তার অর্ধেক রান করত। আমি বলেছিলাম, কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে খেলো।”
১০৪ টেস্টে ৮৫৮৬ রান করেছেন বীরেন্দ্র সহবাগ। এর
সৌরভের মতে, আগ্রাসী মানসিকতায় আধুনিক ব্যাটিং