ধোনিকে বিশ্বকাপের দলে দেখতে চাইছেন গাওস্কর।
ইংল্যান্ডে পরের বছর বিশ্বকাপে মহেন্দ্র সিংহ ধোনির কি খেলা উচিত? ক্রিকেটমহলে চলছে বিতর্ক। কিংবদন্তি সুনীল গাওস্কর অবশ্য ভরসা রাখছেন রাঁচির যুবকের প্রতি।
২০১৮ অবশ্য একদিনের ক্রিকেটে পারফরম্যান্সের নিরিখে ধোনির সবচেয়ে খারাপ বছর। চলতি বছরে ১৩ ইনিংসে তিনি করেছেন ২৭৫ রান। যা তাঁর মানে খুব খারাপ। সোমবারও তো ব্র্যাবোর্নে মাত্র ২৩ করেছেন এসএসডি। যা দুরন্ত জয়ের সুবাসের মধ্যেও কাঁটা হয়ে থাকছে।
জাতীয় নির্বাচকরা সম্ভবত ধোনির বিকল্প তৈরি করার উদ্দেশেই একদিনের স্কোয়াডে এনেছেন ঋষভ পন্থকে। এর আগে দীনেশ কার্তিককেও দেখা হয়েছিল. কিন্তু, কার্তিক ভরসা দিতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজে তাই ওযানডে ফরম্যাটে অভিষেক হয় ঋষভের। তবে, তিনিও বড় রান করতে পারেননি। তাছাড়া ঋষভের উইকেটকিপিং নিয়েও রয়েছে অনেক প্রশ্ন। আর অভিজ্ঞতার অভাব তো রয়েইছে।
আরও পড়ুন: জানেন রোহিত মুম্বইতে কী কী রেকর্ড করলেন
আরও পড়ুন: মুম্বইয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের জয়ের সাত কারণ
প্রাক্তন অধিনায়ক গাওস্কর সম্ভবত সেজন্যই বিশ্বকাপের দলে দেখতে চাইছেন ধোনিকে। ‘লিটল মাস্টার’ সোজাসুজি বলেছেন, “ধোনিকে দরকার বিরাট কোহালির। এটা নিয়ে কোনও সংশয় নেই। ৫০ ওভারের ক্রিকেটে অনেক সময় পাওয়া যায়। সেখানে ধোনির অভিজ্ঞতা কাজে আসবে। ও ফিল্ডিংয়ে ছোট ছোট অ্যাডজাস্টমেন্ট করে। হিন্দিতে বোলারদের সঙ্গে কথা বলে। কোথায় বল করতে হবে, কেমন বল করতে হবে, এগুলো জানায়। বিরাটের কাছে এটা বিশাল বড় প্লাস পয়েন্ট।”
বিশ্বকাপে ধোনির পরামর্শ কাজে আসবে বিরাটের, মনে করছেন গাওস্কর। ছবি: পিটিআই।
ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি স্কোয়াডে জাতীয় নির্বাচকরা রাখেননি ধোনিকে। যা নিয়ে চলছে বিতর্ক। গাওস্কর মনে করছেন কুড়ি ওভারের ফরম্যাটে ধোনি না থাকলেও চলে যেতে পারে। কিন্তু, ওয়ানডে ফরম্যাটে ধোনির উপস্থিতি প্রয়োজন। প্রাক্তন ওপেনারের যুক্তি, “২০১৯ বিশ্বকাপে দলে লাগবেই ধোনিকে। তবে টি-টোয়েন্টিতে ধোনিকে বিশ্রাম দেওয়াই যায়। কারণ, রোহিত শর্মা অধিনায়ক হিসেবে, পরিকল্পনার ক্ষেত্রে, ভাবনাচিন্তার ক্ষেত্রে দারুণ ভাবে নিজেকে তুলে এনেছে। ওকে অসাধারণ লাগছে। রোহিত ছাড়াও রয়েছে অজিঙ্ক রাহানে। এদের উপর ভরসা রাখতে পারে বিরাট। সেজন্যই হয়তো ধোনিকে টি-২০ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।”
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)