ইস্টবেঙ্গলের অর্ণব মণ্ডলের হয়ে হঠাৎ-ই ব্যাট ধরলেন মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য। বলে দিলেন, ‘‘অর্ণব আমার কোচিংয়ে আগে খেলেছে। ওকে আমি চিনি। ও এ সব কথা বলতেই পারে না।’’ শিলিগুড়িতে ডার্বি শেষে বাগানের গ্লেন অভিযোগ করেছিলেন, অর্ণব মাঠে তাঁকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছেন। পুরো ব্যাপারটা এখন ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির বিচারাধীন।
সুব্রত এ দিন বিকেলে অনূর্ধ্ব-১৫ আই লিগের পূর্বাঞ্চলীয় চ্যাম্পিয়ন ইউনাইটেড স্পোর্টসের ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন। সেখানে হাজির ছিলেন বাগান কোচ সঞ্জয় সেন ও ফিজিও গার্সিয়া। ছিলেন ফেডারেশন ও আইএফএ কর্তারা। সুব্রত এবং সঞ্জয় দু’জনেই ইউনাইটেডের প্রাক্তন কোচ। সঞ্জয় বলেন, ‘‘এই ক্লাবে কোচিং করার সুযোগ পেয়েছিলাম বলে আমি ময়দানে পরিচিতি পেয়েছি।’’ সুব্রত আবার ইউনাইটেডের জুনিয়র দল গোয়ায় গিয়ে ভারত চ্যাম্পিয়ন হলে তাদের আলাদা ভাবে পুরস্কৃত করবেন বলে প্রতিশ্রুতি দেন।