সম্মান: মোহনবাগান রত্ন পাচ্ছেন সুব্রত ভট্টাচার্য। ফাইল চিত্র
মোহনবাগান রত্ন হচ্ছেন সুব্রত ভট্টাচার্য। ক্লাবের মাঠে ২৯ জুলাই তাঁর হাতে তুলে দেওয়া হবে এই সম্মান।
সবুজ-মেরুন জার্সি পরে টানা শুধু সতেরো বছর খেলাই নয়, ক্লাবের ১২৮ বছরের ইতিহাসে সুব্রতই একমাত্র খেলোয়াড় যিনি কোচ ও ফুটবলার হিসাবে দু’বার আই লিগ-সহ ৭৮টি ট্রফি জিতেছেন। স্টপার হিসাবে ৫৪৪ ম্যাচ খেলার পাশাপাশি করেছেন ৫৫ গোল। এ রকম ঝলমলে ট্র্যাক রেকর্ডের মালিককেই শুক্রবার কর্মসমিতির সভায় বেছে নেওয়া হল ‘রত্ন’ হিসাবে। খবর পাওয়ার পর আপ্লুত সুব্রত বলে দিলেন, ‘‘অনেক প্রলোভনেও কখনও ক্লাব ছাড়িনি। এটা হয়তো তারই স্বীকৃতি। নিজের ক্লাবের কাছ থেকে সরকারি সম্মান পেলে তো ভাল লাগবেই।’’ পাশাপাশি তাঁর মন্তব্য, ‘‘আমার প্রজন্মের আমিই প্রথম এই সম্মান পেলাম। সেটাও ভাল।’’
মোহনবাগানের শেষ নির্বাচনে বর্তমান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছিলেন সুব্রত। হেরেও যান। তা সত্ত্বেও তাঁকে ক্লাবের সর্বোচ্চ স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত তাই বেশ চমকপ্রদ। কাকতালীয় ভাবে এ দিনই ঠিক হল ক্লাবের সাধারণ সভা হবে ৫ অগস্ট। এর পরই আবার নতুন নির্বাচনের দামামা বেজে যাবে। মোহনবাগান দিবসে সুব্রত ছাড়াও পুরস্কৃত হতে চলেছেন মেয়েদের ক্রিকেটে ইতিহাস সৃষ্টিকারী ঝুলন গোস্বামী। বছরের সেরা ফুটবলার ও ক্রিকেটার হয়ে সম্মান পাচ্ছেন বলবন্ত সিংহ ও দেবব্রত দাস।
এ ছাড়াও অ্যাথলিট লিলি দাশ ও এভারেস্ট জয়ী শেখ সাহাবুদ্দিনকে পুরস্কৃত করা হবে ওই দিন। এ বার নিজেদের মাঠেই আই লিগের ম্যাচ খেলতে চায় মোহনবাগান। সে জন্য মাঠের সংস্কার হবে। ক্লাব প্রেসিডেন্ট টুটু বসুর পদত্যাগ পত্র নিয়ে তৈরি হওয়া নাটকে এ দিনও যবনিকা পড়েনি। ঠিক হয়েছে, সচিব অঞ্জন মিত্র বিষয়টি দেখবেন।
আরও পড়ুন: উইম্বলডনে সানিয়ার সমস্যা সঙ্গীদের চোট