ব্রাজিল বিশ্বকাপে ‘কামড় কেলেঙ্কারির’ শাস্তি এখনও কাটেনি। তাই সরকারি ভাবে মাঠে নামতে পারছেন না। কিন্তু ম্যাচ ফিটনেস ফিরে পেতে মরিয়া তিনি--লুই সুয়ারেজ। তাই বুধবার ইন্দোনেশিয়ার বিরুদ্ধে বার্সা বি টিমের হয়ে ফ্রেন্ডলি ম্যাচে খেলতে দেখা যেতে পারে উরুগুয়ের স্ট্রাইকারকে। বার্সার কোচ লুই এনরিকে এমনটাই জানাচ্ছেন।
৮১ মিলিয়ন ইউরোয় এ মরসুমে কাতালান ক্লাবে সই করা প্রাক্তন লিভারপুল তারকার উপর চার মাস মাঠে না নামার নিষেধাজ্ঞা চাপিয়েছিল ফিফা। যেটা শেষ হবে ২৪ অক্টোবর। তবে সরকারি কোনও ম্যাচে না নামতে পারলেও ফ্রেন্ডলি ম্যাচে বার্সার জার্সিতে খেলতে কোনও বাধা নেই সুয়ারেজের। তাই বার্সার এই উদ্যোগ। এনরিকে বলেন, “প্র্যাকটিসে প্রচুর পরিশ্রম করছে। মাঠে ফিরতে ও মরিয়া হয়ে রয়েছে। তাই বার্সেলোনা বি টিমের হয়ে মাঠে নামতে পারে সুয়ারেজ।”
প্রথমে সুয়ারেজকে যে কোনও রকম ফুটবল থেকে দূরে থাকার শাস্তি দেওয়া হলেও পরে তিনি আবেদন করার পর প্র্যাকটিস আর ফ্রেন্ডলি ম্যাচে নামার অনুমতি মেলে। এটাই অবশ্য প্রথম নয়, শাস্তি পাওয়ার পর এর আগেও একটা ম্যাচে নেমেছিলেন তিনি। বার্সার প্রথম দল আর রিজার্ভ বেঞ্চের মধ্যে সেই ম্যাচটি হয়েছিল। এ বার নিজের ম্যাচ ফিটনেস ইন্দোনেশিয়া ম্যাচে আরও ধারালো করে তোলার সুযোগ সুয়ারেজের সামনে।
অবশ্য উরুগুয়ের বিতর্কিত তারকা ছাড়াই বার্সা লা লিগায় নতুন মরসুম দুরন্ত ভাবে শুরু করেছে। টানা চারটি ম্যাচ অপরাজিত কাতালান টিম। গত মরসুমে ডিফেন্সের দুর্বলতা ছিল। কোনও ট্রফিই আসেনি বিখ্যাত স্প্যানিশ ক্লাবে। এ বার সেই খামতি মিটিয়ে শুরু থেকেই দুরন্ত গতিতে দৌড়চ্ছে এনরিকের টিম। বুধবার লা লিগায় বার্সার চ্যালেঞ্জ মালাগার বিরুদ্ধে। এনরিকে বলেন, “আমরা শুরুটা ভাল করেছি সন্দেহ নেই। তবে এখনও উন্নতি করার অনেক জায়গা রয়েছে। ব্যাক্তি হিসেবে আর একটা গ্রুপ হিসেবে দুটো ক্ষেত্রেই।”