আফ্রিকার দুটি সম্প্রচারকারী সংস্থার সঙ্গে বড়সড় চুক্তি হল ফরাসি লিগের। যার অর্থ লিগ ওয়ান, লিগ টু এবং ফরাসি লিগ কাপ ছ’বছরের জন্য সম্প্রচারিত করতে পারবে আফ্রিকার সম্প্রচারকারী সংস্থা। আর এ সবের নেপথ্যে নাকি রয়েছে এক জনই— নেমার জুনিয়র।
রেকর্ড অর্থে ব্রাজিলের তারকা ফরাসি লিগে সই করার পরেই নাকি বদলে যাচ্ছে চিত্রটা। সরকারী ভাবে এই চুক্তির অর্থের পরিমাণ কত, সেটা বলা হয়নি। তবে ফরাসি মিডিয়া জানাচ্ছে, চুক্তি হয়েছে প্রতি বছরে ৩৩ মিলিয়ন ইউরোর (প্রায় ২৬২ কোটি টাকা)। যেখানে বর্তমান টিভি স্বত্ত্বের চুক্তি রয়েছে ১৩ মিলিয়ন ইউরো (১০৩ কোটি টাকা)।
ফরাসি লিগের তরফে জানানো হয়েছে, ‘‘ক্লাব গুলিকে ধন্যবাদ। এত অর্থ বিনিয়োগ করে তারকা ফুটবলার সই করানো, নতুন প্রতিভা তুলে আনা এবং ফুটবলারদের আধুনিক পরিকাঠামোর সুযোগ দেওয়ার জন্য।’’
বিশ্বের অন্য ফুটবল লিগের তুলনায় ফরাসি লিগের আয় চোখে পড়ার মতো নয়। ইংলিশ প্রিমিয়ার লিগের আয় ১.৩ বিলিয়ন ইউরো (১০,৩৫১ কোটি টাকা)। ইতালির ফুটবল লিগের আয় সেখানে ৩৭১ মিলিয়ন ইউরো (২৯৫ কোটি টাকা)। এই অবস্থায় নেমারদের জনপ্রিয়তার ফায়দা তুলতে মরিয়া ফরাসি লিগ।