মেন্ডিস, ডিকওয়েলা, গুণতিলকা বাদ পড়লেন।
ইংল্যান্ডে গিয়ে জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভেঙেছেন শ্রীলঙ্কার তিন ক্রিকেটার। তাঁদের কাউকেই ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে রাখা হল না। বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সহ-অধিনায়ক কুশল মেন্ডিস, ওপেনার দনুষ্কা গুণতিলকা এবং উইকেটরক্ষক নিরোশন ডিকওয়েলাকে স্থানীয় সংবাদমাধ্যমে বর্ণনা করা হয়েছে ‘ভয়ঙ্কর ত্রয়ী’ নামে।
কী ভাবে এই অতিমারির সময়ে জৈব বলয় ছেড়ে তাঁরা হোটেলে ঘুরে বেড়াচ্ছিলেন, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
ডারহ্যামের রাস্তায় ঘুরছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ছবি টুইটার
সংবাদমাধ্যমকে সে দেশের বোর্ডের এক কর্তা জানিয়েছেন, দোষী প্রমাণিত হলে তিন জনকেই অন্তত এক বছর নির্বাসিত করা হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে এঁরা কেউই খেলেননি। তাঁদের দেশে ফেরানো হয়েছে।
ডারহামের রাস্তায় মেন্ডিস এবং ডিকওয়েলাকে দেখা গিয়েছিল ধূমপান করতে। কিছুক্ষণ পরে গুণতিলকা এসে তাঁদের সঙ্গে যোগ দেন।
টি২০ সিরিজে ইংল্যান্ডের কাছে সবক’টি ম্যাচেই হেরেছে শ্রীলঙ্কা, যা তাদের টানা পঞ্চম সিরিজে হার। এরপরেই সমর্থকরা জাতীয় দলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।