লাহিরু থিরিমানেকে আউট করার পর কোহলিদের উল্লাস। ছবি: এএফপি।
গলে ভারত-শ্রীলঙ্কার প্রথম টেস্টে ১৮৩ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস। সৌজন্যে অশ্বিন, হরভজনদের বলের জাদু। ছ’উইকেট নিয়ে লঙ্কার ব্যাটসম্যানদের খাদের কিনারায় নিয়ে গেলেন অশ্বিন। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কা বাহিনী। বিদায়ী সিরিজের নায়ক কুমার সঙ্গকারা পাঁচ রানেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। লাঞ্চের আগে ৬০ রানের মধ্যেই ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাফ সেঞ্চুরিতে ভর করে বড় রানের লক্ষ্যে এগোতে চাইলেও শেষ পর্যন্ত অবশ্য তা সম্ভব হল না। বিদায়ী সিরিজে বড় রান করে সফল ভাবে বিদায় নিতেই চেয়েছিলেন সঙ্গকারা। কিন্তু একদিকে বৃষ্টির ভ্রুকুটি আর অন্য দিকে ভারতীয় বোলিং প্রথম ইনিংসেই চাপে ফেলে শ্রীলঙ্কাকে। ভারতের বোলিং বিভাগকে সবথেকে দুর্বল মনে করা হলেও অধিনায়ক হিসাবে বিরাট কোহলির প্রথম টেস্টে বোলাররাই অ্যাডভানটেজে পৌঁছে দিল তাঁকে।