অভিনব ভাবনার রাস্তায় শ্রীলঙ্কা

ম্যাথিউজ শ্রীলঙ্কার অধিনায়ক। কিন্তু চোট থাকায় প্রথম ম্যাচে খেলতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে শুধু হারেইনি শ্রীলঙ্কা, পরিবর্ত অধিনায়ক উপুল থরঙ্গা মন্থর ওভার-রেটের জন্য দু’ম্যাচে সাসপেন্ড হয়েছেন।

Advertisement

সুমিত ঘোষ

লন্ডন শেষ আপডেট: ০৭ জুন ২০১৭ ০৫:১২
Share:

প্রশ্ন: মাঠে নামলেও অ্যাঞ্জেলোর টস করা নিয়ে সংশয়। ফাইল চিত্র

ম্যাচ রেফারির নেমে আসা শাস্তির আতঙ্ক থেকে বাঁচতে অভিনব সিদ্ধান্ত নিতে পারে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে অ্যাঞ্জেলো ম্যাথিউজ খেললেও তাঁকে অধিনায়ক হিসেবে টস করতে পাঠানো হবে কি না, তা ভেবে দেখছে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট। ম্যাথিউজকে টস করতে না পাঠিয়ে অন্য কাউকে পাঠানো যায় কি না, সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে।

Advertisement

ম্যাথিউজ শ্রীলঙ্কার অধিনায়ক। কিন্তু চোট থাকায় প্রথম ম্যাচে খেলতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে শুধু হারেইনি শ্রীলঙ্কা, পরিবর্ত অধিনায়ক উপুল থরঙ্গা মন্থর ওভার-রেটের জন্য দু’ম্যাচে সাসপেন্ড হয়েছেন। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে তাদের নামতে হচ্ছে কোহালির ভারতের বিরুদ্ধে। যারা দুর্ধর্ষ শুরু করেছেন প্রথম ম্যাচেই পাকিস্তানকে উড়িয়ে।

ম্যাথিউজের কাফ মাসলের চোট অনেকটা সেরে গিয়েছে। ভারতের বিরুদ্ধে তিনি খেলতে পারেন বলে শোনা গেল। তবে শুধুই ব্যাটসম্যান হিসেবে খেলবেন, বল করতে পারবেন না। চোট পুরোপুরি না সারলে ফিল্ডিংয়ের সময়েও তাঁর নড়াচড়া সপ্রতিভ থাকবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সেই কারণেই চিন্তা থাকছে, থরঙ্গার মতোই না ম্যাথিউজও স্লো ওভার রেটের ফাঁদে পড়েন। সেই দুশ্চিন্তা থেকেই তাঁকে রক্ষা করার বিকল্প চিন্তা শুরু হয়েছে।

Advertisement

এ বারের টুর্নামেন্টে ওভার রেট নিয়ে ভীষণ কঠোর আইসিসি। সামান্য পাপেও গুরুদণ্ড হয়ে যেতে পারে। থরঙ্গার পরে ম্যাথিউজও সাসপেন্ড হলে শ্রীলঙ্কার সব আশাই শেয হয়ে যাবে। সেই কারণে চিন্তাভাবনা চলছে, চান্দিমলের মতো কেউ টস করতে যাবেন কি না। ম্যাথিউজ মাঠের মধ্যে অধিনায়কত্ব নিয়ে পরামর্শ দিলেন। কিন্তু টস করতে গেলেন না। তখন স্লো ওভার রেট হলেও তাঁর নির্বাসিত হওয়ার ভয় থাকবে না।

আরও পড়ুন: মাল্য জ্বরে কাঁপছে টিম ইন্ডিয়া

এমনিতে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারার ফলে শ্রীলঙ্কা খুবই চাপে রয়েছে। ভারতের বিরুদ্ধে তাদের মরণ-বাঁচন লড়াই। কুমার সঙ্গকারা আইসিসি ওয়েবসাইটে তাঁর কলামে পর্যন্ত লিখেছেন, ম্যাথিউজ না খেলতে পারলে বিরাট ধাক্কা খাবে শ্রীলঙ্কার সম্ভাবনা। তাঁর দেশের তরুণ দলকে আগ্রাসী ক্রিকেট খেলার পরামর্শও দিয়েছেন সঙ্গকারা।

এর মধ্যেই চলছে অধিনায়ককে রক্ষা করার ভাবনা। নিয়মিত অধিনায়ক খেললেও তাঁকে ছেড়ে অন্য কাউকে টস করতে পাঠানোর ঘটনা খুব একটা দেখা যায় না। যদিও শ্রীলঙ্কা শিবির নিশ্চিত ভাবে এখনও ঠিক করেনি, ম্যাথিউজকে টস করতে না পাঠিয়ে অন্য কাউকে পাঠানো হবে। ভাবনাচিন্তা শুরু হয়েছে মাত্র। শ্রীলঙ্কা শিবিরের এক জন মঙ্গলবার বললেন, ‘‘আমাদের এখন আর আগের মতো স্পিনার বেশি নেই। ইংল্যান্ডে চার পেসার নিয়ে খেলছি আমরা। ফের স্লো ওভার রেট হয়ে যদি ম্যাথিউজকে হারাতে হয়, তা হলে সর্বনাশ হবে।’’

মুরলীধরনের দেশে চার পেসারের মধ্যে এক জনের নাম লাসিথ মালিঙ্গা। মানে বৃহস্পতিবারের ম্যাচে আকর্ষণীয় দ্বৈরথ মালিঙ্গা বনাম বুমরা। মুম্বই ইন্ডিয়ান্সের গুরু বনাম ছাত্রের লড়াই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement