নজরে: মেসির বার্সেলোনা ছাড়ার জল্পনা এখন তুঙ্গে। ফাইল চিত্র
রিয়াল মাদ্রিদ ১
খেতাফে ০
জ়িনেদিন জ়িদানের মুখে হঠাৎই লিয়োনেল মেসি প্রসঙ্গ! মাঠে ও মাঠের বাইরে মারাত্মক ডামাডোলে থাকা বার্সেলোনায় এখন আর্জেন্টিনীয় কিংবদন্তিকে নিয়ে রীতিমতো আতঙ্কের পরিবেশ। যাবতীয় জল্পনার মূলে, স্প্যানিশ রেডিয়ো স্টেশন ‘কাদেনা স্যর’-এর একটি ‘এক্সক্লুসিভ’ খবরে। সেখানে পরিষ্কার দাবি করা হয়েছে, পরের মরসুমে ক্যাম্প ন্যু ছাড়ছেনই মেসি। সিদ্ধান্ত নাকি নিয়েই ফেলেছেন। যা নিয়ে রিয়াল-গুরুর আন্তরিক প্রতিক্রিয়া, ‘‘কী হবে আমি নিজেও জানি না। কিন্তু আমরা সব সময়ই চাইব, সেরা ফুটবলার (মেসি) যে, সে লা লিগায় খেলুক।’’ স্প্যানিশ রেডিয়োর দাবি, নতুন চুক্তির ব্যাপারে মেসি তাঁর ক্লাবের সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছেন। আর এখনকার চুক্তি শেষ হলেই পরের মরসুমে তিনি বার্সেলোনা ছেড়ে চলে যাবেন। যদি সত্যিই তেমন কিছু হয়, তা হলে স্পেনের ফুটবল আবার বিপর্যয়ের মুখে পড়বে! ঠিক যেমনটা হয়েছিল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ায়।
বৃহস্পতিবার মাদ্রিদেরই প্রতিবেশী ক্লাব খেতাফের বিরুদ্ধে ঘরের মাঠে কোনওমতে জিতলেন করিম বেঞ্জেমারা। শেষরক্ষা হল সেই সের্খিয়ো র্যামোসের ৭৯ মিনিটে পেনাল্টি থেকে করা গোলে। রিয়াল মাদ্রিদ জিতল ১-০। লা লিগা টেবলে বার্সেলোনার থেকে ৪ পয়েন্ট এগিয়ে গিয়ে এখনও রিয়ালই এক নম্বর। এবং বাকি পাঁচ ম্যাচের চারটিতে জিতলেই হাসতে হাসতে খেতাব পেয়ে যাবেন র্যামোসরা। খেতাফে এ বারের লা লিগায় ভাল জায়গায় থাকলেও তাদের খেলার ধরন ফুটবল পণ্ডিতেরা মানতে পারছেন না। অন্য ক্লাবগুলিও তাদের মাত্রাতিরিক্ত শরীরী ফুটবলের সমালোচনা করছে। রিয়াল গোলরক্ষক থিবো কুর্তুয়া যেমন বৃহস্পতিবার ম্যাচের পরে বললেন, ‘‘ওরা এত বেশি ফাউল করে যে বলার নয়! ওদের বিরুদ্ধে আপনাকে বারবার রেফারির সঙ্গে কথা বলতেই হবে। খেতাফে সেটাই চায়! যাতে প্রতিপক্ষের মন ফুটবল থেকে সরে যায় এবং সেই সুযোগে ওরা পয়েন্ট তুলতে পারে।’’
আরও পড়ুন: ডি’ ভিলিয়ার্সকে বল করলেই মার খাওয়ার ভয় পেতাম, স্বীকারোক্তি কুলদীপের
রিয়াল পেনাল্টি পায় দানি কার্ভাহালকে খেতাফের মাতিয়াস অলিভিয়েরা বক্সে বিশ্রী ফাউল করায়। র্যামোস এই নিয়ে টানা ২১টি পেনাল্টি থেকে গোল করলেন। সাবধানি ম্যানেজার বলেন, ‘‘এখনও কিছুই জিতিনি। বাকি পাঁচ ম্যাচেও যদি ছেলেরা এই সংহতি দেখিয়ে পুরো পয়েন্ট তুলতে পারে, তা হলেই বলব, আমরা সেরা।’’