ডেভিলিয়ার্স-দুমিনিরা তাঁদের ভারত সফর নিয়ে কতটা সিরিয়াস এবং তাঁরা যে কতটা পেশাদার, তা দক্ষিণ আফ্রিকা দল শহরে পৌঁছনোর তিন দিন আগে থেকেই বুঝতে পারলেন সিএবি কর্তারা।
নির্দিষ্ট ডায়েট তালিকা এবং প্র্যাকটিস শিডিউল আগে থেকে পাঠিয়ে দেওয়া তো স্বাভাবিক ব্যাপার। তবে এ বার আরও একটা বিষয় নিয়ে আগে থেকেই বেশ সিরিয়াস ছিলেন ফাফ দুপ্লেসিরা। সেটা হল টিম মিটিংয়ের ভেনু। দলের সবাইকে নিয়ে ম্যাচের আগে যেখানে বৈঠক করবেন তাঁরা, তার ব্যবস্থা যেন নিখুঁত হয়, তা আগে থেকেই বলে দেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।
টিম মিটিংয়ের ঘরে থাকতেই হবে অডিও-ভিসুয়াল ডেমনস্ট্রেশন ব্যবস্থা। থাকতে হবে তিরিশটা বসার জায়গা। একটা কমও না, বেশিও না। সেখানে রাখতে হবে হেল্থ ড্রিঙ্ক ও সফট ড্রিঙ্কসের ব্যবস্থাও— এই বলে পাঠিয়েও দেওয়া হয়েছিল একটি ই-মেল। এ সব কিছু ব্যবস্থা করার দায়িত্বে ছিলেন দলের স্থানীয় ম্যানেজার সৈকত গোস্বামী। মঙ্গলবার শহরে পৌঁছে তাঁদের দলের কয়েকজন মুসলিম সম্প্রদায়ের সদস্য বলে রেখেছেন, ম্যাচের পরের দিন শুক্রবার সকালে শহরের কোনও মসজিদে তাঁরা জুম্মার নমাজ পড়তে যেতে চান। মিটিং ভেনুর পর এ বার সেই ব্যবস্থা নেওয়ার উদ্যোগ শুরু হয়েছে সিএবি-তে।
এ দিন দল পৌঁছনোর আগেই সকালে কলকাতায় চলে আসেন প্রোটিয়াদের ওয়ান ডে দলের তিন সদস্য ডেল স্টেইন, মরনি মর্কেল ও অ্যারন ফাঙ্গিসো।