ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

ডিভিলিয়ার্সের দ্রুততম হাফ সেঞ্চুরিতে ইংল্যান্ড বধ দক্ষিণ আফ্রিকার। সঙ্গে দু’ম্যাচের সিরিজ সহজেই ২-০তে জিতে নিল হোম টিম। সোমবার ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ৩২ বল বাকি থাকতেই ৯ উইকেটে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিক। দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি করলেন এবি ডিভিলিয়ার্স।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:২৫
Share:

ডিভিলিয়ার্সের দ্রুততম হাফ সেঞ্চুরিতে ইংল্যান্ড বধ দক্ষিণ আফ্রিকার। সঙ্গে দু’ম্যাচের সিরিজ সহজেই ২-০তে জিতে নিল হোম টিম। সোমবার ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ৩২ বল বাকি থাকতেই ৯ উইকেটে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিক। দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি করলেন এবি ডিভিলিয়ার্স। দেশের মধ্যে তিনিই সেরা। ২১ বলে করলেন ৫০ রান। ২৯ বলে ৭১ রান করে আউট হলেন তিনি। অন্যদিকে, মাত্র ১৪ রানে সাত উইকেট হারাল ইংল্যান্ড। টস জিতে প্রথমে ইংল্যান্ডকে বল করতে পাঠিয়েছিল ডুপ্লেসি। শুরু থেকেই ম্যাচের দখল চলে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার হাতে।

Advertisement

ইংল্যান্ডের কেউই বড় রানের ইনিংস খেলতে পারেননি। দুই ওপেনার জেসন রয় ও অ্যালেক্স হেলস ৯ ও ১৬ রানে আউট হওয়ার পর জো রুটের ৩৪, মর্গ্যানের ৩৮ ও বাটলারের ৫৪ রান কিছুটা ভরসা দিলেও শেষরক্ষা হয়নি। এর পর বাকিদে্র রান যথাক্রমে ১,৫,১,১,২,১। ১৯.৪ ওভারে ১৭১ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। জবাবে ব্যাট করতে এসে ১৪.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ডিভিলিয়ার্সের ৭১ ছাড়া আমলার অপরাজিত ৬৯ ও ডু প্লেসির অপরাজিত ২২ রানের সুবাদে নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে কোনও কষ্টই করতে হয়নি। মাত্র এক উইকেট হারিয়েই সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। আগে অবশ্য চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ এ জিতে নিয়েছিল ইংল্যান্ড। পাঁচ ম্যাচের একদিনের সিরিজ অবশ্য ছিল দক্ষিণ আফ্রিকার দখলেই।

আরও খবর

Advertisement

স্মিথের হেলমেটে ওয়াগনারের বাউন্সার

বিদায়ী টেস্টে ম্যাকালামের দ্রুততম সেঞ্চুরি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement