ভারতের ব্যাটিং মন জিতে নিয়েছে সৌরভের। —ফাইল চিত্র।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ভয়ডরহীন ব্যাটিং মন জিতে নিয়েছে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
অনেক সুখ-দুঃখের ওয়াংখেড়েতে বুধবার শুরু থেকেই টপ গিয়ারে ব্যাট করতে থাকেন রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহালিরা। তাঁদের ব্যাটিং-তাণ্ডবে মুগ্ধ সৌরভ টুইট করেছেন, ‘ভারত সিরিজ হারবে এটা কেউই ভাবেননি। তাই জয়টা মোটেও অবাক করেনি। তবে যেটা বেরিয়ে আসছে টি টোয়েন্টি ক্রিকেটে তা হল ভারতের ভীতিহীন ব্যাটিং। কেউ দলে নিজের জায়গা বাঁচানোর জন্য খেলেনি। সবাই জেতার জন্যই খেলেছে। ওয়েল ডান ইন্ডিয়া।’
টি টোয়েন্টি ক্রিকেটে প্রথমে ব্যাট করে ম্যাচ জেতার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে ভারতের। আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপে এই ব্যাপরাটাই ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছিল। রান তাড়া করতেই সাবলীল ‘টিম ইন্ডিয়া’। বিশেষজ্ঞরা মনে করছেন, বুধবার ওয়াংখেড়েতে ভারতের ব্যাটিং-বিপ্লব পুরনো থিওরিকে ছুড়ে ফেলে দিল আরব সাগরের জলে।
প্রথমে ব্যাট করে মারমুখী ব্যাটিং, পরে বল করতে নেমে শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের মেরুদণ্ড ভেঙে দিয়ে ওয়াংখেড়েতে সিরিজ জিতে নিল ভারত। এ রকম আগ্রাসী, সাহসী ক্রিকেট দেখতেই তো সবাই পছন্দ করেন। ওয়াংখেড়েতে সবার মন জিতে নিয়েছে ভারত।