পরিত্যক্ত অলিম্পিক্স স্টেডিয়াম
‘গ্রেটেস্ট শো অন আর্থ’। এক একটি অলিম্পিক্স যেন জীবন্ত ইতিহাস। শুধুমাত্র অলিম্পিক্স রেকর্ড বা পদক নয়, পরিকাঠামো, অভিনব পরিকল্পনা, বিপুল অর্থ খরচে অলিম্পিক্সের ব্যপ্তি আকাশ ছোঁয়া। কিন্তু যখন অলিম্পিক্স শেষ হয়ে যায় ভাঙা মেলার মতো পড়ে থাকে সব কিছু। রক্ষণাবেক্ষণের কোনও দায় থাকে না আয়োজক দেশের। ১৯৩৬ বার্লিন অলিম্পিক্স হোক কিংবা ২০০৪ আথেন্স অলিম্পিক্স একই দৃশ্য দেখা গিয়েছে। ১২০ বছরের এই অলিম্পিক্সের ইতিহাস আজ ধ্বংসস্তুপে। দেখে নিন আজ কেমন অবস্থায় রয়েছে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত অলিম্পিক্স আসর!