ফাইল চিত্র
আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দাপট অব্যাহত রাখতে গেলে ভারতীয় রিস্টস্পিনার কুলদীপ যাদবকে বৈচিত্র বাড়াতে হবে। এমনটাই মত প্রাক্তন ভারতীয় লেগস্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণণের।
ওয়ান ডে ক্রিকেটে ভারতীয়দের মধ্যে কুলদীপই একমাত্র বোলার যাঁর দু’টি হ্যাটট্রিক রয়েছে। কিন্তু সাম্প্রতিককালে সেই ছন্দ কিছুটা হারিয়েছেন কুলদীপ। সে কারণেই জাতীয় দলের এই চায়নাম্যান বোলারকে বৈচিত্র বাড়ানোর পরামর্শ বর্ষীয়ান লেগস্পিনার শিবার (এই নামে ক্রিকেট মহলে জনপ্রিয়)। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ডব্লিউ ভি রামনকে একটি ক্রিকেট সংক্রান্ত অনুষ্ঠানে এ প্রসঙ্গে শিবা বলেছেন, ‘‘কুলদীপকে বৈচিত্র বাড়াতে হবে। ওর গুগলি অনেক ব্যাটসম্যানই বুঝতে পারে না। সঙ্গে টপ-স্পিনটা জোরদার করুক ও।’’ ভারতের হয়ে শেষ চারটি একদিনের ম্যাচে কুলদীপের শিকার পাঁচ উইকেট। ১০ ওভারে রান দিয়েছেন যথাক্রমে ৫৫, ৬৫, ৬২ ও ৮৪। তাঁর হাতে গুগলি ও ফ্লিপারের মতো অস্ত্র থাকলেও টপ স্পিন জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।