শিখর ধবন। ছবি: রয়টার্স।
কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যর্থ হওয়া শিখর ধবনকে দ্বিতীয় টেস্টে দলে রাখেননি বিরাট কোহালি। শিখরকে দলে না রাখায় ভারতীয় দল গঠন নিয়ে সমালোচনা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাওস্কর। সানির সঙ্গে সুর মিলিয়েছেন বীরেন্দ্র সহবাগও।
শিখরকে দ্বিতীয় টেস্টে দলে না রাখাকে কেন্দ্র করে গাওস্কর স্পষ্ট ভাবে জানিয়েছিলেন যে, তাঁর মনে হয় ধবনকে বারবার বলির পাঁঠা করা হচ্ছে। দলের বাইরে পাঠানোর জন্য ধবনের যেন একটা খারাপ ইনিংসই যথেষ্ট।
সহবাগ জানিয়েছিলেন, একটি টেস্টে খারাপ পারফরম্যান্সের জন্য যদি শিখরকে বাইরে যেতে হয় তা হলে সেঞ্চুরিয়ানে পারফর্ম করতে না পারলে কোহালিরও দলের বাইরে যাওয়া উচিৎ।
আরও পড়ুন: ফের এক বার সমর্থকদের রোষের মুখে রোহিত শর্মা
আরও পডুন: ভারতের নতুন এই স্পিডস্টারকে চেনেন?
দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়ে অবশ্য কোনও মন্তব্য করেননি ধবন। তবে, মুখে কিছু না বললেও সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ভারতের এই ওপেনার।
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ধবন লেখেন "আমি হাল ছাড়িনি। পরিশ্রম করে যাচ্ছি। গন্তব্যে পৌঁছবই।" 😊💪🏼👍🏼 তবে কি এই ভাবেই নিন্দুকদের জবাব দিলেন ধবন? প্রশ্ন ক্রিকেটমহলের।
😊💪🏼👍🏼
তবে কি এই ভাবেই নিন্দুকদের জবাব দিলেন ধবন? প্রশ্ন ক্রিকেটমহলের।
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ধবন লেখেন "আমি হাল ছাড়িনি। পরিশ্রম করে যাচ্ছি। গন্তব্যে পৌঁছবই।" 😊💪🏼👍🏼