Cricket

ক্রিকেটে ফিরছেন ইশান্ত, মুস্তাক আলি ট্রফিতে দিল্লির নেতৃত্বে ধওয়ন

আইপিএলের সময় চোট পাওয়ায় ইশান্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভারতীয় দল থেকে বাদ পড়েন। তবে মুস্তাক আলি ট্রফিতে সব ম্যাচে ইশান্তকে খেলানো হবে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ০১:০৪
Share:

ছবি এএফপি

চোট সারিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন ইশান্ত শর্মা। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় তিনি দিল্লি দলে রয়েছেন। দিল্লির নেতৃত্বে শিখর ধওয়ন। সূর্যকুমার যাদবের নেতৃত্বে মুম্বই দলও ঘোষিত হয়েছে শনিবার।

Advertisement

আইপিএলের সময় চোট পাওয়ায় ইশান্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভারতীয় দল থেকে বাদ পড়েন। তবে মুস্তাক আলি ট্রফিতে সব ম্যাচে ইশান্তকে খেলানো হবে না। ধওয়নের নেতৃত্বে দিল্লি ৪২ জনের বিশাল দল ঘোষণা করেছে। দলে রয়েছেন ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক উন্মুক্ত চাঁদ, নীতিশ রানা।

সব ক্রিকেটারদের চিফ কোচ রাজকুমার শর্মা ও কোচ গুরশরণ সিংহর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

Advertisement

মুম্বই সূর্যকুমারের নেতৃত্বে ২০ জনের দল ঘোষণা করেছে। প্রত্যাশা মতোই দলে সুযোগ পেয়েছেন আদিত্য তারে, যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, শিবম দুবেরা। সবাইকে কোভিড পরীক্ষা করিয়ে নেগেটিভ রিপোর্ট নিয়ে ২৯ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির হতে বলা হয়েছে।

আরও পড়ুন: বছরের শেষ ম্যাচেও সমর্থকদের জয় উপহার দিতে পারলেন না ফাওলার

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাল জায়গায় শ্রীলঙ্কা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement