বোলিং বিপদ

কোটলা টেস্টে মাত্র তিন ওভার বল করেন। তাতেই বিপদে পড়েছেন শিখর ধবন। তাঁর অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাচ অফিশিয়ালরা।

Advertisement
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৫ ০৪:২৪
Share:

কোটলা টেস্টে মাত্র তিন ওভার বল করেন। তাতেই বিপদে পড়েছেন শিখর ধবন। তাঁর অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাচ অফিশিয়ালরা। ভারতীয় টিম ম্যানেজমেন্টের হাতে পৌঁছোনো আম্পায়ারদের রিপোর্টে বলা হয়েছে ধবনের অফ স্পিন ডেলিভারি নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। চোদ্দো দিনের মধ্যে ধবনকে নিজের অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। অবশ্য ফল প্রকাশ হওয়া পর্যন্ত ধবন আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন। প্রসঙ্গত, এ বছর ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন, পাকিস্তানের মহম্মদ হাফিজের মতো নামী স্পিনারদের অ্যাকশন অনুবীক্ষণ যন্ত্রে কাটাছেঁড়া করে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement