পওয়ারের ইস্তফায় বোর্ডের শেষের শুরু

লোঢা কমিশনের সঙ্গে যুদ্ধে ভারতীয় বোর্ডের শেষের শুরু হয়ে গেল। লোঢা কমিশনের বিরুদ্ধে এত দিন যে বোর্ড মহাকর্তা সবচেয়ে কট্টরপন্থী ছিলেন, সেই শরদ পওয়ার শনিবার মুম্বই ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৬ ০২:৫৬
Share:

লোঢা কমিশনের সঙ্গে যুদ্ধে ভারতীয় বোর্ডের শেষের শুরু হয়ে গেল। লোঢা কমিশনের বিরুদ্ধে এত দিন যে বোর্ড মহাকর্তা সবচেয়ে কট্টরপন্থী ছিলেন, সেই শরদ পওয়ার শনিবার মুম্বই ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন।

Advertisement

আগামী ৩ জানুয়ারি লোঢা মামলায় রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। এমনিতেই বোর্ডের অবস্থা এখন চরম বিপন্ন। শপথ নিয়ে মিথ্যে বলার জন্য বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের উপর ইতিমধ্যে কারাদণ্ডের আশঙ্কা ঝুলছে। তার মধ্যে পওয়ারের ইস্তফা। চূড়ান্ত রায়ের আগে যে পদক্ষেপকে এক বিশাল ধাক্কা হিসেবেই ধরা হচ্ছে। শনিবার নিজের ইস্তফাপত্র পেশ করে দেন পওয়ার। যেখানে লেখা—‘সুপ্রিম কোর্ট ঠিক করেছে ক্রিকেট প্রশাসনে সত্তরোর্ধ্ব কেউ থাকতে পারবে না। আমার সত্তর বছর হয়ে গিয়েছে। তাই চলে যাচ্ছি।’ পওয়ার আরও লেখেন, ‘আদালত মনে করে ক্রিকেট প্রশাসনের এই উচ্চ পদগুলো লোভনীয়। যা শুনে আমার খারাপ লেগেছে। তাই আমি এখানে আর থাকতে চাই না।’ যা খবর এমসিএ ম্যানেজিং কমিটি খুব দ্রুত বৈঠক ডেকে ঠিক করবে, আদৌ পওয়ারের ইস্তফাপত্র গ্রহণ করা হবে কি না। তবে সে সব পরের ব্যাপার। বর্তমানের প্রেক্ষিতে পওয়ারের ইস্তফা প্রদানের অর্থ একটাই। চূড়ান্ত যুদ্ধের আগে অনুরাগ ঠাকুরের পাশ থেকে এক দুঁদে সেনাপতি সরে গেলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement