আমের সমস্যায় সিনিয়রদের সঙ্গে কথা বলবেন শাহরিয়র

একা আমেরকে নিয়েই দু'ভাগ পাকিস্তান ক্রিকেট। শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হল ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়র খানকে। দুই সিনিয়র প্লেয়ার মহম্মদ হাফিজ ও আজহার আলি লাহোরের শিবির ছেড়ে চলে যান। কারণ, মহম্মদ আমেরকে দলে নেওয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৫ ১৮:৩৬
Share:

একা আমেরকে নিয়েই দু'ভাগ পাকিস্তান ক্রিকেট। শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হল ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়র খানকে। দুই সিনিয়র প্লেয়ার মহম্মদ হাফিজ ও আজহার আলি লাহোরের শিবির ছেড়ে চলে যান। কারণ, মহম্মদ আমেরকে দলে নেওয়া। শাহরিয়র খান বলেন, “আমি ইতিমধ্যেই আমেরের বিষয় নিয়ে সিনিয়র প্লেয়ারদের সঙ্গে কথা বলেছি। আমরা চেষ্টা করছি বিষয়টি মিটিয়ে নিতে। আমি আবার হাফিজ ও আজহারের সঙ্গে কথা বলব।” তবে পাকিস্তান জাতীয় একদিনের দলের অধিনায়ক আজহার আলি পরিস্কার জানিয়ে দিয়েছেন, “আমের থাকলে আমরা কেউ শিবিরে অংশ নেব না। কিন্তু আমরা আলোচনা করতে পারি শুধুই পিসিবি চেয়ারম্যানের সঙ্গে।” যা খবর, হাফিজ ও আজহার এদিন শিবিরে গেলেও দলের সঙ্গে অনুশীলন করেননি। নিজেরা নিজেদের মতো অনুশীলন করে শিবির ছেড়ে চলে যান।

Advertisement

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবা-উল-হক বলেন, “এটা খুব সহজ ঘটনা নয়। সবার জন্যই খুব কঠিন। আমরা কেউ জানি না যখন আমের খেলতে নামবে তখন মানুষ কিভাবে নেবে ও তার বহিঃপ্রকাশ কি হবে।আমার মনে হয় পিসিবিতে যারা রয়েছেন তারা বিষয়টি নিয়ে ভাববে। প্লেয়ারদেরও বোঝাতে পারবেন।” কিন্তু এখনও যা অবস্থা সহজে এই সমস্যার সমাধান হবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement