EPL

দেশীয় সতীর্থ আগুয়েরো যোগ দিচ্ছেন বার্সেলোনায়, মেসি কি মন বদলাবেন?

মেসি এখনও নতুন চুক্তিতে সই করেননি। শোনা যাচ্ছে প্যারিস সঁ জঁ-তে যোগ দিতে পারেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ মে ২০২১ ১৬:১৩
Share:

গুয়ার্দিওলার সঙ্গে আগুয়েরো। ছবি রয়টার্স

বার্সেলোনায় যোগ দেওয়া কার্যত নিশ্চিত সের্জিও আগুয়েরোর। রবিবার লিগ খেতাব হাতে তোলার পর জানিয়ে দিলেন ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। ১০ বছর সিটিতে কাটানোর পর ফের স্পেনে ফিরছেন আগুয়েরো। সিটিতে আসার আগে তিনি খেলতেন আতলেতিকো মাদ্রিদে। তবে সেখানে গিয়েও দেশীয় সতীর্থ লিয়োনেল মেসির পাশে খেলতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়।

Advertisement

রবিবার ম্যান সিটির ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন আগুয়েরোই। আকাশি জার্সিতে ইপিএল-এ নিজের শেষ ম্যাচে জোড়া গোল করেছেন তিনি। এভার্টনকে ৫-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে সিটি। আগামী ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিরুদ্ধে ম্যাচই তাঁর সিটির হয়ে শেষ ম্যাচ হতে চলেছে।

গুয়ার্দিওলা বলেছেন, “একটা গোপন কথা বলে রাখি। ও হয়তো আমার হৃদয়ের সঙ্গে জুড়ে থাকা ক্লাব বার্সিলোনায় সই করতে চলেছে। হয়তো ও বিশ্বের সেরা ফুটবলার মেসির পাশে খেলার সুযোগ পাবে।” তবে গুয়ার্দিওলার ইচ্ছে আদৌ পূরণ হবে কি? মেসি এখনও নতুন চুক্তিতে সই করেননি। শোনা যাচ্ছে প্যারিস সঁ জঁ-তে যোগ দিতে পারেন তিনি। অনেকে বলছিলেন, মেসি নাকি সিটিতে গুয়ার্দিওলার সঙ্গে জোট বাঁধতে পারেন। তবে গুয়ার্দিওলার রবিবারের মন্তব্যের পর সেই সম্ভাবনা কমেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement