রবি শাস্ত্রীর অপসারণ এবং ভারতীয় ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠার খবরকে ঘিরে তীব্র আলোড়ন পড়ে গেল ভারতীয় ক্রিকেটে। বৃহস্পতিবার যে খবর আনন্দবাজারে প্রকাশিত হওয়ার পর গোটা দিন ধরে যার জের চলল। কেউ কেউ ফোন করে বসলেন শাস্ত্রীকে। সৌরভের কাছেও আবার কারও কারও ফোন গেল।
শোনা গেল, নতুন ক্রিকেট কমিটিতে প্রস্তাবিত ক্রিকেটারদের যে ধরনের ভূমিকায় দেখতে চাইছে ভারতীয় বোর্ড, তাতে এখনও পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্মতি মিলেছে। রাহুল দ্রাবিড়ের রাজি হওয়া নিয়ে জল্পনা চলছে। দ্রাবিড়কে দেশের অনূর্ধ্ব উনিশ টিম আর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বভার বহনের জন্য ভাবা হচ্ছিল। কিন্তু কর্নাটকী নাকি জানিয়ে দিয়েছেন যে, তিনি আইপিএল শেষ না হলে পরিষ্কার কিছু বলতে পারবেন না। সচিন রমেশ তেন্ডুলকর— তাঁর অবস্থাটা কী? জানা গেল, সচিনের সঙ্গে চূড়ান্ত পর্বের কথাবার্তা চলছে।