ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের মুখোমুখি পাকিস্তান। যখন সবাই ভাবছেন ঘুরে দাঁড়াচ্ছে পাকিস্তান ক্রিকেট তখনই বোমা ফাটালেন প্রাক্তন পাক অধিনায়ক আমের সোহেল। যদিও সরাসরি বললেন না কিন্তু যা বললেন তাতে পরিষ্কার তাঁর ইঙ্গিত ম্যাচ গড়াপেটার দিকেই। পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে তাঁর মন্তব্য এই জয়ের পিছনে মাঠের বাইরের বিষয় কাজ করছে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌরভকে মাত দিলেন ধবন
তিনি পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ খানকে উদ্দেশ্য করে বলেন, ‘‘সরফরাজকে বলা উচিৎ ও এমন কিছু বিরাট কাজ করেনি। কেউ ম্যাচে তোমাকে সাহায্য করেছে। তোমার আনন্দ পাওয়ার কিছু হয়নি। আমরা সবাই জানি এর পিছনে কী রয়েছে। আশাকরি এর পিছনের গল্প কেউ জানতে চাইবে না। যদি জিজ্ঞেস করা হয় তা হলে বলব সমর্থকদের প্রার্থনা, ভগবান আমাদের হয়ে ম্যাচ জিতিয়ে দিয়েছে। ওরা ফাইনালে উঠেছে বাইরের কোনও কারণে।’’
যদিও পরে সোহেল উল্টো পথে হেঁটে বলেন, এই ভিডিও সেমিফাইনালের আগের।