অপ্রতিরোধ্য জুভেন্তাস, রিয়ালে চাকরি পাকা সোলারির

রোনাল্ডোর পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদ য়ুলেন লোপেতেগির জায়গায় অস্থায়ী কোচ হিসেবে নিয়োগ করা সান্তিয়াগো সোলারিকেই স্থায়ী কোচ করল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৮ ০৪:১৪
Share:

সান্তিয়াগো সোলারিকেই স্থায়ী কোচ করল রোনাল্ডোর পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদ। ছবি: এএফপি।

বারো ম্যাচ খেলে এগারোটাতেই জয়! ইতালির সেরি আ-য় জুভেন্তাস ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। রবিবার তারা এসি মিলানকে ২-০ হারাল। গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লিগ টেবলের শীর্ষে থাকা জুভেন্তাসের পয়েন্ট এখন ৩৪। দু’নম্বর নাপোলির ২৮। পাঁচ নম্বর এসি মিলানের পয়েন্ট মাত্র ২১।

Advertisement

এ দিকে, রোনাল্ডোর পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদ য়ুলেন লোপেতেগির জায়গায় অস্থায়ী কোচ হিসেবে নিয়োগ করা সান্তিয়াগো সোলারিকেই স্থায়ী কোচ করল। সোলারি দায়িত্ব নেওয়ার পরে টানা ৪ ম্যাচে জয় পেল রিয়াল। রবিবার সেল্টা ভিগোকে ৪-২ হারানোয় লা লিগার টেবলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান কমে দাঁড়াল ৪।

সেরি আ-র দল এসি মিলান এ বার চোট-আঘাতে জর্জরিত। কোচ জেন্নারো গাট্টুজে প্রথম দল গড়তে হিমশিম খেয়েছেন। নড়বড়ে অবস্থায় প্রতিপক্ষকে পেয়ে যতটা সহজে জুভেন্তাস জিতবে ভাবা হয়েছিল, ততটা বাস্তবে ঘটেনি। যদিও কোনও দলই সে ভাবে দারুণ কিছু গোলের সুযোগ তৈরি করতে পারেনি। সামান্য যে ক’টি সুযোগ তৈরি হয়েছে, তা থেকেই গোল করে পুরো পয়েন্ট নিশ্চিত করেছেন রোনাল্ডোরা।

Advertisement

আরও পড়ুন: গুয়ার্দিওলার পাসিং ফুটবল দেখে উচ্ছ্বসিত লিনেকাররা

আরও পড়ুন: সিটি-ঝড়ে বিপর্যস্ত ম্যান ইউনাইটেড

খেলার ৮ মিনিটে আলেক্স সান্দ্রোর ক্রস থেকে মারিয়ো মাঞ্জুকিচ যেমন অসাধারণ হেডে ১-০ করে যান। কিন্তু রোনাল্ডোর করা দ্বিতীয় গোলটির জন্য মাসিমিলিয়ানো আলেগ্রির দলকে অপেক্ষা করতে হয় প্রায় ৮০ মিনিট। ভিগোয় রবিবার লা লিগার ম্যাচে রিয়ালের চারটি গোল করেন করিম বেঞ্জেমা, গুস্তাভো কাব্রাল (আত্মঘাতী), সের্খিয়ো র‌্যামোস ও দানি সেবালোস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement