কোর্টে ঝড় তুলে শেষ চারে সানিয়ারা, একই পথে রজারও

টানা ৩৪ ম্যাচ জিতে অস্ট্রেলীয় ওপেনের ডাবলস সেমিফাইনালে পা রাখলেন সানিয়া মির্জা। প্রজাতন্ত্র দিবসে মার্টিনা হিঙ্গিসকে সঙ্গী করে রীতিমতো উজ্জীবিত টেনিস খেললেন তিনি। মঙ্গলবার এক ঘণ্টা ৩৮ মিনিটের ম্যাচে প্রতিদ্বন্দ্বীদের হারালেন ৬-২, ৪-৬, ৬-১। সানিয়াদের গৌরবের দিনে জ্বলে উঠলেন রজার ফেডেরারও। নিজের ৩৯তম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে পৌঁছলেন রজার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৬ ১৩:৪০
Share:

এএফপি-র তোলা ফাইল চিত্র।

টানা ৩৪ ম্যাচ জিতে অস্ট্রেলীয় ওপেনের ডাবলস সেমিফাইনালে পা রাখলেন সানিয়া মির্জা। প্রজাতন্ত্র দিবসে মার্টিনা হিঙ্গিসকে সঙ্গী করে রীতিমতো উজ্জীবিত টেনিস খেললেন তিনি। মঙ্গলবার এক ঘণ্টা ৩৮ মিনিটের ম্যাচে প্রতিদ্বন্দ্বীদের হারালেন ৬-২, ৪-৬, ৬-১। সানিয়াদের গৌরবের দিনে জ্বলে উঠলেন রজার ফেডেরারও। নিজের ৩৯তম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে পৌঁছলেন রজার।

Advertisement

মার্গারেট কোর্ট এরিনাতে ১২ নম্বর বাছাই জার্মান-আমেরিকান জুটি আনা-লেনা গ্রোয়েনফিল্ড এবং কোকো ভ্যানডেওয়েঘেকে হারাতে অবশ্য বেশ বেগ পেতে হল সানিয়াদের। সেমিতে স্যান্টিনার প্রতিপক্ষ এ বার ১৩ নম্বর বাছাই জুলিয়া জর্জেস ও ক্যারোলিনা প্লিসকোভা।

পুরুষদের শেষ আটে বিশ্বের ৩ নম্বর রজার হারালেন টমাস বার্ডিচকে ৭-৬(৪), ৬-২, ৬-৪। চেক তারকাকে হারাতে অসামান্য ফুটওয়ার্ক দেখালেন ফেডএক্স। সেই সঙ্গে দেখা গেল রজারের কোর্টজোড়া ভিন্টেজ শটের মেলাও। এ দিনের জয়ের পর ১৭ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী রজার একটি অনন্য রেকর্ডও করলেন। ১৯৭৯-এর পর সবচেয়ে বয়স্ক টেনিস খেলোয়াড় হিসেবে অস্ট্রেলীয় ওপেনের শেষ চারে পৌঁঠলেন ৩৪ বছর ১৭৬ দিনের রজার। সেমিতে তাঁর প্রতিদ্বন্দ্বী নোভাক জকোভিচ ও কেই নিশিকোরি ম্যাচের বিজেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement