বিয়াল্লিশ নম্বর ম্যাচে অবশেষে হার সান্টিনার

টানা একচল্লিশ ম্যাচে ছুটছিল তাঁদের অশ্বমেধের ঘোড়া। শেষ পর্যন্ত বিয়াল্লিশ নম্বর ম্যাচে গিয়ে হারলেন ইন্দো-সুইস জুটি মার্টিনা হিঙ্গিস এবং সানিয়া মির্জা। বিশ্বরেকর্ডের দু’ম্যাচ আগেই থেমে যেতে হল তাঁদের।

Advertisement
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৪৪
Share:

থেমে গেল বিজয়রথ। ছবি: এপি।

টানা একচল্লিশ ম্যাচে ছুটছিল তাঁদের অশ্বমেধের ঘোড়া। শেষ পর্যন্ত বিয়াল্লিশ নম্বর ম্যাচে গিয়ে হারলেন ইন্দো-সুইস জুটি মার্টিনা হিঙ্গিস এবং সানিয়া মির্জা। বিশ্বরেকর্ডের দু’ম্যাচ আগেই থেমে যেতে হল তাঁদের। ফলে টানা চুয়াল্লিশ ম্যাচ জিতে নতুন রেকর্ড গড়া হল না সান্টিনার। বৃহস্পতিবার দোহায় কাতার ওপেনের ডাবলস কোয়ার্টার ফাইনালে তাঁরা হারলেন রুশ জুটি দারিয়া কাসাতকিনা-এলিনা ভেসনিনার কাছে। ম্যাচের ফল ৬-২, ৪-৬, ৫-১০। রুশ জুটির বিরুদ্ধে এ দিন প্রথম সেটে দুরন্ত ছন্দে এগিয়ে গেলেও, দ্বিতীয় সেট থেকেই ক্লান্তির কারণে আর চেনা ফর্মে পাওয়া যায়নি সানিয়া বা হিঙ্গিস কাউকেই। এক ঘণ্টা সতেরো মিনিটের ম্যাচে তাই শুরুটা ইন্দো-সুইস জুটির হলেও ম্যাচ যত গড়িয়েছে ততই তা আরও বেশি করে ঝুঁকে গিয়েছে রুশিদের দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement