মোহনবাগানে সই করলেন সালভাদোর। ছবি: মোহনবাগানের অফিসিয়াল সাইট থেকে।
স্প্যানিশ কোচ ও ডিফেন্ডারের পর এবার মোহনবাগানে স্প্যানিশ স্ট্রাইকার সালভাদোর পেরেজ মার্টিনেজ। ২৯ বছর বয়সি এই স্ট্রাইকার খেলতেন বার্সেলোনার বি টিমে। ২০১৬ সালে বার্সার বি টিমের হয়ে খেলে ১৬টি ম্যাচ। গোল করেছিলেন একটি। গ্রিসের ক্লাবে খেলে মোহনবাগানে আসছেন সালভাদোর।
তাঁর পেশাদারি জীবন শুরু করেন ভিয়ারিয়ালের হয়ে। ২০১৩-১৪ মরসুমে স্প্যানিশ ক্লাব লাগাস্তরাকে সেগুন্দা ডিভিশন বি জিততে সাহায্য করেন। গোল করেছিলেন ১১টি। ৬ ফুট ১ ইঞ্চির এই স্ট্রাইকারের পর্তুগাল, গ্রিস, স্কটল্যান্ড ও হংকংয়ের ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে।
আরও পড়ুন: অনভিজ্ঞতা না অতিরিক্ত লিগ খেলায় রহস্য ফাঁস, কী কারণে ব্যর্থ বিশ্বের সেরা স্পিনার
তাঁকে সই করানোর পিছনে রয়েছেন নতুন স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। মোহনবাগান কর্তারা মনে করেন, এই স্প্যানিশ স্ট্রাইকার মোহনবাগানে সাফল্য পাবেন। এর আগে স্প্যানিশ ডিফেন্ডার ফ্রান মোরান্তেকে সই করায় সবুজ-মেরুন শিবির। স্প্যানিশ কোচ ও ফুটবলার সই করানোয় পরিষ্কার, নতুন মরসুমে শতাব্দীপ্রাচীন ক্লাবে দেখা যাবে না কোনও পরিচিত বিদেশিকে। কিবু তাঁর পছন্দের ফুটবলারকেই আনবেন বাগানে।
আরও পড়ুন: বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান, চার সেমিফাইনালিস্ট কারা? স্টিভ ওয়া বললেন...