প্রতিশোধের ম্যাচ জিতে শেষ আটে সাইনা, পারলেন না শ্রীকান্ত

বিশ্বের এক নম্বর তিনি আগেই হয়ে গিয়েছিলেন। তবে এ দিন ব্যাডমিন্টন বিশ্ব ফেডারেশনের টাটকা র‌্যাঙ্কিং তালিকা প্রকাশ হওয়ায় তাতে সরকারি সিলমোহর পড়ল। এবং বিশ্বের এক নম্বরের মেজাজেই চিনা কোয়ালিফায়ার ইয়াও ঝু-কে উড়িয়ে মালয়েশিয়া ওপেন সুপার সিরিজের কোয়াটার্র ফাইনালে চলে গেলেন সাইনা নেহওয়াল।

Advertisement

সংবাদ সংস্থা

কুয়ালা লামপুর শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৫ ০৩:১৯
Share:

বিশ্বের এক নম্বর তিনি আগেই হয়ে গিয়েছিলেন। তবে এ দিন ব্যাডমিন্টন বিশ্ব ফেডারেশনের টাটকা র‌্যাঙ্কিং তালিকা প্রকাশ হওয়ায় তাতে সরকারি সিলমোহর পড়ল। এবং বিশ্বের এক নম্বরের মেজাজেই চিনা কোয়ালিফায়ার ইয়াও ঝু-কে উড়িয়ে মালয়েশিয়া ওপেন সুপার সিরিজের কোয়াটার্র ফাইনালে চলে গেলেন সাইনা নেহওয়াল।

Advertisement

সাইনা এ দিন জিতলেন ২১-১৩, ২১-৯। গত বছর ইয়াওয়ের কাছে হেরেই এই টুনার্মেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল সাইনাকে। আজ মাত্র আধ ঘণ্টার আক্রমণাত্মক ব্যাডমিন্টনে সেই হারের প্রতিশোধ তুলে নিলেন হায়দরাবাদি মেয়ে। শেষ আটে এ বার ভারতীয় তারকার সামনে আরও এক চিনা প্রতিদ্বন্দ্বী। বিশ্বের পনেরো নম্বর সুন য়ু।

তবে সাইনার জয়টা বাদ দিলে ভারতের বাকিদের জন্য দিনটা কাটল শুধুই হতাশায়। গত মাসে পর পর সুইস ওপেন এবং ইন্ডান ওপেন চ্যাম্পিয়ন হওয়া বিশ্বের চার নম্বর কিদাম্বি শ্রীকান্ত আজ দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেলেন চিনের তিয়ান হউওয়েইয়ের কাছে হেরে। শ্রীকান্ত হারলেন ১৪-২১, ১৮-২১।

Advertisement

পুরুষদের সিঙ্গলসে ভারতের বাকিরাও পারলেন না। সইদ মোদী জেতার পর থেকে চোটের কারণে কোর্টের বাইরে ছিলেন ভারতের আর এক তারকা, কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন পারুপল্লী কাশ্যপ। সদ্য চোট সারিয়ে ফেরা কাশ্যপ এই টুর্নামেন্টকে বেছেছিলেন নিজের প্রত্যাবর্তনের জন্য। কিন্তু আজ পড়ে গিয়েছিলেন একেবারে বিশ্বের এক নম্বর, চিনের চেন লংয়ের সামনে। এবং বেশ কিছু দিন কোর্টের বাইরে থাকায় ছন্দে না থাকার খেসারত দিয়ে হারলেন ১০-২১, ৬-২১। প্রণয়কে ২১-১৫, ২১-১৪ হরালেন চিনের দু’বারের অলিম্পিক চ্যাম্পিয়ন লিন ডান।

মেয়েদের ডাবলসেও জ্বালা গাট্টা-আশ্বিনী পোনাপ্পা জুটি দ্বিতীয় রাউন্ডে হেরে যাওয়ায় টুনার্মেন্টে ভারতীয় চালেঞ্জ বলতে বাকি থাকলেন শুধু সাইনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement