বিশ্বকাপে ‘অ্যাঙ্কর’ ধোনি, দলে পন্থকে দেখছেন না সচিন

অতীতের ধোনি যেমন শুরুতে ইনিংসটা ধরে রাখতেন, তার পরে ম্যাচ শেষ করে আসতেন, এখন সেই ভূমিকা বদলে গিয়েছে বলে মনে করেন সচিন। মাস্টার ব্লাস্টার বলেছেন, ‘‘ধোনি কয়েকটা ডট বল খেলতে পছন্দ করে। উইকেটটা বুঝে নেয়। বোলাররা কেমন বল করছে, সেটা দেখে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ০৪:১৬
Share:

আস্থা: ধোনি-কার্তিক জুটিতে ভরসা রাখছেন সচিন। ফাইল চিত্র

মহেন্দ্র সিংহ ধোনিকে এ বার থেকে ‘ফিনিশার’ নয়, অন্য ভূমিকায় দেখছেন সচিন তেন্ডুলকর। ‘অ্যাঙ্কর’-এর ভুমিকায়।

Advertisement

বুধবার সচিন বলেছেন, ‘‘মনে হয়, ধোনি এখন থেকে একটা দিক ধরে খেলবে, সেখান থেকে শেষ পর্যন্ত ম্যাচটাকে নিয়ন্ত্রণ করবে।’’ অ্যাডিলেডের ম্যাচে ধোনিকে দেখার পরে সচিন তাঁর নিজস্ব মোবাইল অ্যাপে বলেছেন, ‘‘অ্যাডিলেডে ধোনি ভাল খেলেছে। কিন্তু প্রথম ম্যাচে ওকে দেখে মনে হয়েছিল, কিছুটা আড়ষ্ট। যেখানে চাইছিল, সেখানে বলটা মারতে পারছিল না। এটা অবশ্য সবার ক্ষেত্রেই হতে পারে। দ্বিতীয় ম্যাচে ধোনি অন্য রকম মানসিকতা নিয়ে ব্যাট করতে নেমেছিল। ওকে দেখে তখন সম্পূর্ণ অন্য ক্রিকেটার মনে হচ্ছিল।’’

অতীতের ধোনি যেমন শুরুতে ইনিংসটা ধরে রাখতেন, তার পরে ম্যাচ শেষ করে আসতেন, এখন সেই ভূমিকা বদলে গিয়েছে বলে মনে করেন সচিন। মাস্টার ব্লাস্টার বলেছেন, ‘‘ধোনি কয়েকটা ডট বল খেলতে পছন্দ করে। উইকেটটা বুঝে নেয়। বোলাররা কেমন বল করছে, সেটা দেখে। আর শেষ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যেতে চায়। ঠিক সেটাই ও করছে। একটা প্রান্ত থেকে ম্যাচটাকে নিয়ন্ত্রণ করছে।’’ সচিনের মুখে শোনা গিয়েছে ‘ফিনিশার’ দীনেশ কার্তিকের প্রশংসাও। কিংবদন্তি ক্রিকেটার বলেছেন, ‘‘অ্যাডিলেডে ধোনির সঙ্গে দীনেশ কার্তিকও খুব ভাল খেলল। পরের দিকে এসে ম্যাচটাকে শেষ করে মাঠ ছাড়ল। ধোনির অভিজ্ঞতাও অনেক কাজে এসেছে।’’

Advertisement

আরও পড়ুন: গুরু শাস্ত্রীর মন্ত্র পাল্টেছে দর্শন, মত কোহালির

অনেক বিশেষজ্ঞই বলছেন, বিশ্বকাপ দলে ঋষভ পন্থকে খুব দরকার। কিন্তু সচিন মনে করেন, ধোনি এবং কার্তিক যে রকম খেলছেন, তাতে বিশ্বকাপের দলে ঋষভের জায়গা বার করা খুবই কঠিন। তাঁর মন্তব্য, ‘‘ঋষভকে ওয়ান ডে দলে নিয়ে আসার ভাবনটা ভালই, কিন্তু ধোনি এবং কার্তিক, দু’জনেই এখন ভাল খেলছে। অর্থাৎ দলে এমনিতেই দু’জন উইকেটকিপার হয়ে যাচ্ছে। যারা কাল দলের সাফল্যে বড় ভূমিকা নিয়েছে। ওদের জুটিটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ম্যাচ জেতানোয়।’’

বিরাট কোহালির প্রশংসাও শোনা গিয়েছে সচিনের মুখে। ভারত অধিনায়ককে নিয়ে তিনি বলেছেন, ‘‘দুরন্ত ইনিংস খেলল কোহালি। আমি ম্যাচের পরে বিরাটের সাক্ষাৎকারটা শুনছিলাম। এই রকম একটা ইনিংস খুব হিসেব করে খেলতে হয়। মাঝে মাঝে কয়েকটা ওভার বেছে নিয়ে রান তোলার গতি বাড়াতে হয়। বিরাট ঠিক সেটাই করেছে।’’ সচিন এও বলেন, ‘‘আমি সব সময় বলে এসেছি, বিরাট ম্যাচের পরিস্থিতি খুব ভাল বুঝতে পারে। যে ক্ষমতা থাকা খুব দরকার। বিরাটের সেটা ভাল মতোই আছে।’’

রোহিত শর্মার কথাও আলাদা করে বলেছেন সচিন। কিংবদন্তি এই ক্রিকেটারের মন্তব্য, ‘‘বড় শট খেলার ব্যাপারে বিশ্ব ক্রিকেটে খুব কম ব্যাটসম্যানই আছে, যারা রোহিতের সঙ্গে পাল্লা দিতে পারবে। রোহিতের ব্যাটের সুইংটা এত ভাল যে কোনও রকম বিশেষ চেষ্টা ছাড়াই ও বল বাউন্ডারিতে পাঠিয়ে দিতে পারে। ছন্দে থাকা রোহিতের খেলা দেখলে মনে হয়, ব্যাটিংয়ের চেয়ে সহজ কিছু নেই।’’ খলিল আহমেদ বা মহম্মদ সিরাজের মতো নতুন মুখদের নিয়ে আরও ধৈর্য ধরার কথাও বলেছেন সচিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement