Sports News

বিজয় হাজারে ট্রফি দিয়েই মাঠে ফিরছেন রোহিত

গত বছর অক্টোবর থেকে মাঠের বাইরে রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনমের ওয়ান ডেতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। এর পর লন্ডনে থাইয়ে অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এতদিন রিহ্যাবে ছিলেন তিনি। আপাতত পুরোপুরি চোটমুক্ত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৭ ১৯:৩২
Share:

রোহিত শর্মা। -ফাইল চিত্র।

গত বছর অক্টোবর থেকে মাঠের বাইরে রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনমের ওয়ান ডেতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। এর পর লন্ডনে থাইয়ে অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এতদিন রিহ্যাবে ছিলেন তিনি। আপাতত পুরোপুরি চোটমুক্ত। কিন্তু ভারতীয় দলে ফিরতে হলে নিজেকে ডোমেস্টিক পর্যায়ে প্রমাণ করেই ফিরতে হবে। যে কারণে মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। আগামী ৪ ও ৬ মার্চ চেন্নাইয়ে অন্ধ্র প্রদেশ ও গোয়ার বিরুদ্ধে খেলবেন রোহিত।

Advertisement

আরও খবর: বেঙ্গালুরু টেস্টই আমাদের পরীক্ষা: মুরলী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement