আকর্ষণ: স্ট্রেট সেটে জিতলেন ফেডেরার, নাদাল। বুধবার। এএফপি
ফরাসি ওপেনে রাফায়েল নাদালের জয়রথ প্রত্যাশামতোই ছুটছে। প্রথম রাউন্ডে জার্মানির বাছাই পর্ব পেরিয়ে আসা প্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দেওয়ার পরে বুধবার ফের আর এক জার্মান প্রতিপক্ষ ইয়ানিক মাডেনকে একই রকম দাপটে হারালেন। ফল ৬-১, ৬-২, ৬-৪। পাশাপাশি তৃতীয় রাউন্ডে উঠেছেন রজার ফেডেরারও। সুইস মহাতারকাও স্ট্রেট সেটে জয় পান। তিনি হারান অস্কার ওটেকে ৬-৪, ৬-৩, ৬-৪। এ ভাবেই এগোতে থাকলে সেমিফাইনালে দেখা হতে পারে দু’জনের। যে ম্যাচের দিকে তাকিয়ে টেনিস ভক্তরা।
ফেডেরার তৃতীয় রাউন্ডে মুখোমুখি ক্যাসপার রুডের। যাঁর বাবা ক্রিশ্চিয়ান ১৯৯৯ ফরাসি ওপেনে তৃতীয় রাউন্ডে উঠেছিলেন। সে বারই রোলঁ গ্যারোজে অভিষেক হয়েছিল ১৭ বছর বয়সি ফেডেরারের। অবশ্য তিনি প্রথম রাউন্ডে প্যাট্রিক রাফটারের কাছে হেরে ছিটকে গিয়েছিলেন। বুধবার প্রতিযোগিতার ইতিহাসে ১৫ বার তৃতীয় রাউন্ডে উঠে গেলেন সুইস মহাতারকা। ম্যাচ জিতে ফেডেরার ফিলিপ শঁতিয়ে স্টেডিয়ামের দর্শকদের প্রশংসা করেন। যাঁদের মধ্যে দু’জন একটি বেডশিটে লিখে এনেছিলেন, ‘ফেডেরার ফরএভার’। ‘‘সমর্থকদের ধন্যবাদ। হাজার বার ধন্যবাদ। গ্র্যান্ড স্ল্যামে নামা দারুণ ব্যাপার। এমন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দেখা হয়ে যায় যাঁকে এর আগে দেখিনি। এ রকম ম্যাচ সবসময়ই কঠিন। আজ খুব ভাল খেলেছে আমার প্রতিপক্ষ,’’ বলেছেন ফেডেরার। বুধবারের জয়ে রোলঁ গ্যারোজে নাদালের জয়-হারের পরিসংখ্যান দাঁড়াল ৮৮-২। স্প্যানিশ তারকা তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবেন বেলজিয়ামের ডেভিড গফিনের। গফিনের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ৩-১ এগিয়ে রয়েছেন নাদাল। গফিন শেষ বার নাদালকে হারান ২০১৭ সালে।
পুরুষদের সিঙ্গলসে জয় পেয়েছেন স্ট্যানিসলাস ওয়ারিঙ্কাও। ২০১৫ সালের চ্যাম্পিয়ন তৃতীয় রাউন্ডে ওঠার পথে মাত্র পাঁচটি গেম হারান ক্রিশ্চিয়ান গারিনের বিরুদ্ধে। তিন ঘণ্টার লড়াইয়ে কেই নিশিকোরি হারিয়েছেন ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ জো উইলফ্রেড সঙ্গাকে। আর এক উঠতি তারকা স্তেফানোস চিচিপাসও জয় পেয়েছেন ৪-৬, ৬-০, ৬-৩, ৭-৫ গেমে হুগো দেলিয়েনের বিরুদ্ধে। মেয়েদের সিঙ্গলসে জিতেছেন ক্যারোলিনা প্লিসকোভাও। তিনি ৬-২, ৬-২ হারান ক্রিস্টিনা কুকোভাকে।