ফাইনালে উঠেও হার ঋতুপর্ণার। —ফাইল চিত্র।
‘বেলজিয়ান ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন’ প্রতিযোগিতার ফাইনালে উঠেও হেরে গেলেন ঋতুপর্ণা দাস। চিনের লিন ইয়াং চুংয়ের কাছে তিনি হারলেন ২১-১৬, ২১-১৬ ফলাফলে। ফাইনালের আগে ঋতুপর্ণা জিতেছিলেন কানাডা, নেদারল্যান্ডস ও জার্মান প্রতিপক্ষের বিরুদ্ধে।
হলদিয়ার বাসিন্দা ঋতুপর্ণা ২০১০ সাল থেকেই হায়দরাবাদে গোপী চন্দের অ্যাকাডেমিতে রয়েছেন। বেলজিয়াম থেকে ঋতুপর্ণা জানিয়েছেন, ‘‘এর পরেই পোল্যান্ডে যাচ্ছি। আগামী ২১ সেপ্টেম্বর থেকে পোল্যান্ডে খেলা শুরু। আশা করছি ওখানে এর চেয়েও ভাল ফল করতে পারব।’’ ২০১৬ সালে ঋতুপর্ণা চোট পান। তারপর দীর্ঘ সময় ধরে তিনি রিহ্যাবে ছিলেন। তবে এ বছর তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন। এ বছরই রাশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর— এই তিনটি দেশেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন।
বেলজিয়ামে রানার্স হওয়ায় ঋতুপর্ণা ৩৪০০ পয়েন্ট পেয়েছেন। এতে তাঁর র্যাঙ্কিং এক ধাক্কায় অনেকটাই উঠে আসবে বলে আশাবাদী এই বঙ্গকন্যা।