Gymnastics

বাংলার ঋতুর সোনা খেলো ইন্ডিয়ায়

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ০৪:৪৩
Share:

সেরা: কোচ মৌনার সঙ্গে ঋতু (ডান দিকে)। নিজস্ব চিত্র

গুয়াহাটিতে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ২০২০ যুব গেমসের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অনূর্ধ্ব-২১ বিভাগে সোনা জিতলেন বাংলার মেয়ে ঋতু দাস। হুগলির বাঁশবেড়িয়ার মেয়ে এ দিন ৪৪.১ পয়েন্ট নিয়ে প্রথম হন এই ইভেন্টে।

Advertisement

বাবা নিত্যানন্দ দাস স্থানীয় বাজারে সব্জি বিক্রেতা। সে কথা জানিয়ে গুয়াহাটি থেকে ফোনে এ দিন ঋতু বলছিলেন, ‘‘বাংলার বাইরে কোনও প্রতিযোগিতা থেকে এই প্রথম সোনা জিতলাম। ইভেন্ট শুরুর আগে এ দিন খুব টেনশন হচ্ছিল। কিন্তু প্রতিযোগিতা শুরু হওয়ার পরে নিজের সেরাটা দেওয়া ছাড়া অন্য কিছু আর মাথায় ছিল না। এত দিনের পরিশ্রমের সুফল পেলাম। আমাকে আরও এগিয়ে যেতে হবে। ভারতের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকেও সোনা জেতার স্বপ্ন দেখি। তবে তার জন্য আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। এই সাফল্য আমাকে নতুন প্রেরণা দিচ্ছে।’’

গত আট বছর ধরেই ঋতুর কোচ কোচ মৌনা কর্মকার। ছাত্রীর সঙ্গে তিনিও এই মুহূর্তে গুয়াহাটিতে। সেখান থেকেই তিনি বললেন, ‘‘আট বছর আগে খামারপাড়া তরুণ সমিতি ক্লাবে আমার কাছে জিমন্যাস্টিক শিখতে এসেছিল। তখন ওর বয়স ছিল ১০। বিম ইভেন্টে ওর খুব প্রিয়। এ দিন সোনা জেতার পথে অনবদ্য পারফরম্যান্স করেছে ও।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement