চেনা ছন্দে পন্থ ধরা দিলেন প্রস্তুতি ম্যাচে।
ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন ঋষভ পন্থ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনে পন্থ খেললেন ৬৫ বলে ৭০ রানের ইনিংস।
এই ইনিংস খেলার পথে পন্থ মেরেছেন চারটি চার ও চারটি ছক্কা। তার মধ্যে ইশ সোধিকে পর পর দুটো বলে বিশাল ছক্কা হাঁকিয়েছেন পন্থ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই দুটো বিশাল ছক্কা মারার ভিডিয়ো।
ইদানীং ঋষভ পন্থকে নিয়ে কম বিতর্ক হয়নি। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন একের পর এক সিরিজে। উইকেটের পিছনেও তাঁকে ম্লান দেখিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মাথায় আঘাত পাওয়ার পর থেকে প্রথম একাদশে আর নেই পন্থ।
আরও পড়ুন: ফের ব্যর্থ গিল, নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন পন্থ
তাঁর পরিবর্তে লোকেশ রাহুল উইকেটের পিছনে দাঁড়াচ্ছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ও ওয়ানডে সিরিজেও রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হয়েছে পন্থকে। টেস্টের বল গড়ানোর আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচে পন্থকে দেখে নেওয়া হল। ব্যাট হাতে তিনি যে ছন্দে রয়েছেন তারই প্রমাণ রাখলেন পন্থ।
আরও পড়ুন: স্বেচ্ছানির্বাসন কাটিয়ে প্রায় আট মাস পর বাইশ গজে ফিরছেন ধোনি