মুম্বইয়ে এক অনুষ্ঠানে সানিয়া মির্জা-সুনীল ছেত্রী। মঙ্গলবার।
স্বপ্নের মরসুমের পর সানিয়া মির্জার উপর ২০১৬ রিও অলিম্পিক্স থেকে পদক জয়ের প্রত্যাশা আরও তীব্র। তবে হায়দরাবাদি তারকা বলে দিচ্ছেন রিওতে পদক পেলে স্বপ্ন সত্যি হবে, কিন্তু না পেলেও সব কিছু শেষ হয়ে যাবে এমন নয়।
‘‘পদক জেতাটা একটা আশা, তাই না। যদি আমরা (তিনি এবং লিয়েন্ডার পেজ) জিতি (মিক্সড ডাবলসে), তা হলে স্বপ্ন সত্যি হবে। না জিতলেও, জীবন চলতে থাকবে। সব সেখানেই শেষ হয়ে যাবে না,’’ একটি অনুষ্ঠানে বলেন বিশ্বের এক নম্বর ডাবলস প্লেয়ার। প্রাক্তন ডেভিস কাপ তারকা রমেশ কৃষ্ণন সদ্য বলেছেন, মিক্সড ডাবলসে লিয়েন্ডার পেজের সানিয়ার সঙ্গে জুটিতে রিওতে দ্বিতীয় অলিম্পিক্স পদক জেতার দারুণ সুযোগ রয়েছে। লিয়েন্ডার অলিম্পিক্স পদক (সিঙ্গলসে) জেতেন আটলান্টায় ১৯৯৬-এ। তবে বেয়াল্লিশের লিয়েন্ডারের জন্য অলিম্পিক্স পদক জেতাটা পাশাপাশি বড় চ্যালেঞ্জও হবে। মন্তব্য করেছেন রমেশ কৃষ্ণন।
সানিয়াকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘লিয়েন্ডারের সঙ্গে আরও একটা অলিম্পিক্সে লড়াই নিয়ে কথা হয়েছে। তবে যত দিন যাচ্ছে তত কিন্তু লড়াইটা কঠিন হচ্ছে। লিয়েন্ডার, আমরা দু’জনই শেষ একটা চেষ্টা করার আশা করছি। তার জন্য আমরা যা করতে পারি সেটা হল, আরও ভাল করে প্রস্তুতি নেওয়া। কী হবে কেউ জানে না। মিক্সড ডাবলসে আমাদের সেরা সুযোগ রয়েছে।’’ সিঙ্গাপুরে ডব্লিউটিএ ফাইনালসে মার্টিনা নাভ্রাতিলোভার প্রশংসায় আপ্লুত সানিয়া। ‘‘বিরাট সম্মানের। উনি বলেছেন আমি টেনিস বলটা ফুটবলের মতো দেখছিলাম।’’