অলিম্পিকে ক্রিকেট! তা-ও আবার টি-২০! এমসিসিকে এমনই প্রস্তাব দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। এ প্রসঙ্গে পন্টিংয়ের যুক্তি, ‘‘ক্রিকেটকে বিশ্বজনীন করতে অলিম্পিকই সেরা মঞ্চ। এতে ক্রিকেটের জনপ্রিয়তাই বাড়বে।’’ এমসিসি-র ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে সৌরভ গঙ্গোপাধ্যায়, শন পোলক, মাইক ব্রিয়ারলিদের সঙ্গে রয়েছেন পন্টিং। ফুটবলের মতো অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের অলিম্পিকে অংশ নেওয়ার ব্যাপারেও জোরালো সওয়াল করেছেন পন্টিং।
জয় ঝুলনদের: তিন ম্যাচের টি-২০ সিরিজ হাত থেকে বেরিয়ে গিয়েছিল আগেই। অবশেষে বুধবার বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডকে তিন উইকেটে হারিয়ে সান্ত্বনা পুরস্কার পেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সিরিজ শেষ হল ২-১। শুরুতে ব্যাট করে আট উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তোলে ১২৬ রান। জবাবে সাত উিকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ভারত। ব্যাট হাতে ১৯ বলে ৩৪ রান করেন ভি কৃষ্ণমূর্ত্তি। বল হাতে ১৭ রানে তিন উইকেট নিয়েছেন রাজেশ্বরী গায়কোয়াড়।