টি-টোয়েন্টি কাপ সেমিফাইনালে হারের সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল ভারতীয় টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর চুক্তি। তবে ভারতীয় বোর্ডের সচিব অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ক্রিকেট কমিটি চাইলে তাঁর সঙ্গে নতুন চুক্তি করা হবে। হাইপ্রোফাইল ক্রিকেট কমিটিতে আছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টিম ডিরেক্টর হিসেবে শাস্ত্রীর সঙ্গে চুক্তি করেছিল বোর্ড। নতুন চুক্তি হলে তা হবে ফুল-টাইম কোচের। ‘‘রবি শাস্ত্রীর চুক্তি শেষ। আমরা ফুল টাইম কোচ চাইছি। টিম ডিরেক্টর আর কোচ দুটো নয়, একটাই পদ থাকবে। রবির সঙ্গে নতুন চুক্তিও করা হতে পারে,’’ বলেন অনুরাগ। যোগ করেন, ‘‘ক্রিকেট উপদেষ্টা কমিটি সিদ্ধান্ত নেবে। ৩ এপ্রিলের পর কমিটির বৈঠক হতে পারে।’’ ইংল্যান্ডে ১-৩ টেস্ট সিরিজ হারের পর ২০১৪ সালে রবি শাস্ত্রীকে টিম ডিরেক্টর হিসেবে আনা হয়।