ইংল্যান্ডকে ম্যাচে ফেরালো যে জুটি। ছবি: এপি।
বাংলাদেশ ২২০ এবং ১৫২/৩, ইংল্যান্ড ২৪৪
মাত্র ৩৯ রানে শেষ ৯ জন আউট হয়ে বাংলাদেশের প্রথম ইনিংস কাল ১ উইকেটে ১৭১ থেকে গুটিয়ে গিয়েছিল ২২০ রানে। আর আজ ঢাকায় দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ১৪৪ রানের মধ্যে ইংল্যন্ডের ৮ উইকেট ফেলে দিয়ে সেই বিপর্যয় সামলানোর রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ২৪৪ রানে। ক্রিস ওকস এবং আদিল রশিদের জমাট বেঁধে যাওয়া নবম উইকেট জুটিকে ভাঙতেই পারল বাংলাদেশ বোলিং। এই ৯৯ রানের পার্টনারশিপেই প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও পিছিয়ে থাকতে হল বাংলাদেশকে। ২৪ রানে।
ইংল্যান্ডের পক্ষে রুট ৫৬, ওকস ৪৬ এবং রশিদ অপরাজিত ৪৪ রান করেন। বাংলাদেশের হয়ে মিরাজ ৬ উইকেট এবং তাইজুল ৩ উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালই শুরু করেছিলেন দুই বাংলাদেশি ওপেনার। কিন্তু দলের ৬৫ রানের মাথায় ৪০ রান করে আউট হয়ে যান তামিম। এর পর মুমিনুল ফিরে যান মাত্র ১ রান করে। তৃতীয় উইকেট জুটিতে ৮৬ রান যোগ করেন ইমরুল এবং মাহমুদুল্লা। দিনের শেষ বলে ৪৭ রান করে আউট হয়ে যান মাহমুদুল্লা। ইমরুল ক্রিজে রইলেন ৫৯ রানে। দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের রান ৩ উইকেটে ১৫২। আপাতত ইংল্যান্ডের থেকে ১২৮ রানে এগিয়ে।
আরও পড়ুন:
তেরো উইকেট পড়ার দিনে সেঞ্চুরি তামিমের