ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। —ফাইল চিত্র।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইউনিস খান ছুরি ঠেকিয়েছিলেন গ্র্যান্ট ফ্লাওয়ারের গলায়। ভাই অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে কথা বলার সময়ে এ কথাই জানিয়েছিলেন গ্র্যান্ট।
জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটারের এ হেন মন্তব্যের পরে পাকিস্তান ক্রিকেটে প্রবল আলোড়ন তৈরি হয়। বাসিত আলি কড়া সমালোচনা করেছিলেন গ্র্যান্ট ফ্লাওয়ারের। তাঁর এমন বক্তব্যের পরে মুখ খুলেছেন পাকিস্তানের আর এক প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ।
প্রাক্তন পাক কিপারের মতে, ইউনিসের বিস্ফোরণের পিছনে থাকতে পারেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। লতিফ বলেছেন, ‘‘ড্রেসিং রুমে কী হয়েছিল, সেটা আমি বলতে পারব না। তবে ফ্লাওয়ার ও ইউনিসের মধ্যে ঝামেলায় আজহারউদ্দিন কারণ হলেও হতে পারে। ২০১৬ সালে ওভালে সেঞ্চুরির পরে ইউনিস বলেছিল, আজহার ওকে পরামর্শ দিয়েছিল। সেই সময়ে ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার থাকলেও ওর নাম বলেনি ইউনিস।’’
আরও পড়ুন: হারলেই দয়া ভিক্ষা চাইত ভারত, বিতর্কিত মন্তব্য শাহিদ আফ্রিদির
লতিফ আরও বলেছেন, ‘‘বাইরের কেউ যদি কোনও ক্রিকেটারকে পরামর্শ দেয়, তা হলে কোচের ভাল নাও লাগতে পারে। আমার মনে হয়, আজহারের পরামর্শের বিষয়টা ফ্লাওয়ারের মনে ছিল।’’