লড়ছে তামিলনাডু, বেকায়দায় কর্নাটক

লাহলিতে বাংলা-বরোদা ম্যাচ দু’দিনে শেষ হয়ে গেলেও রঞ্জি ট্রফির অন্য ম্যাচে নাগপুরে পঞ্জাব-তামিলনাডু ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পঞ্জাব।

Advertisement
নাগপুর শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৬ ০২:৪৩
Share:

লাহলিতে বাংলা-বরোদা ম্যাচ দু’দিনে শেষ হয়ে গেলেও রঞ্জি ট্রফির অন্য ম্যাচে নাগপুরে পঞ্জাব-তামিলনাডু ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পঞ্জাব। তাদের প্রথম ইনিংস ২৮৪ রানে শেষ হলেও দ্বিতীয় দিন পাল্টা জবাব দিল তামিলনাডু। দীনেশ কার্তিকের হাফসেঞ্চুরি (৫৪) এবং কৌশিক গাঁধী (ন.আ ৭৫)-র বড় রানের সুবাদে দ্বিতীয় দিনের শেষে তামিলনাডুর রান ২১৮-৪। প্রথম ইনিংসে পঞ্জাবের রান টপকে যেতে তাদের চাই আরও ৬৬ রান। হাতে আছে ছ’উইকেট।

Advertisement

অন্য ম্যাচে কর্নাটকের হুব্বাল্লিতে ওপেনার কিরীট পাঞ্চালের ডাবল সেঞ্চুরির (২৩২) সৌজন্যে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ইনিংস ৪৩৭ রানে শেষ করল গুজরাত। জবাবে দ্বিতীয় দিনের শেষে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে দিনের শেষে মুম্বইয়ের রান তিন উইকেটে ৭৮। শুরুতেই মুম্বইয়ের দুই ওপেনারকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন গুজরাত পেসার জসপ্রীত বুমরাহ (২-১১)। ক্রিজে রয়েছেন শ্রেয়স আইয়ার (২৭ ন.আ) এবং ধবল কুলকার্নি (ন.আ ০)। তৃতীয় দিনে হাতে সাত উইকেট নিয়ে গুজরাতের প্রথম ইনিংসের রান টপকে যেতে মুম্বইয়ের দরকার আরও ৩৭৯ রান।

দিল্লিতে ওড়িশার বিরুদ্ধে বেকায়দায় কর্নাটক। পালামে টসে জিতে কর্নাটককে ব্যাট করতে পাঠিয়েছিলেন ওড়িশা অধিনায়ক গোবিন্দ পোদ্দার। কিন্তু ওড়িশা বোলারদের দাপটে কর্নাটক গুটিয়ে যায় ১৭৯ রানে। ৪৬ রানে তিন উইকেট বসন্ত মোহান্তি। জবাবে দ্বিতীয় দিনের শেষে ওড়িশার রান ৩১৮-৯। অধিনায়ক গোবিন্দ পোদ্দার (৪৪) ছাড়াও রান পেয়েছেন উইকেটকিপার সৌরভ রাওয়ার (৮৫)। কর্ণাটকের বোলারদের মদ্যে বল হাতে সফল শ্রেয়স গোপাল (৭৩-৫)।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement