রঞ্জিতে কর্নাটকের বিরুদ্ধে হার মুম্বইয়ের

রঞ্জি ট্রফিতে ২০১৩-১৪ মরসুম থেকে এই নিয়ে চার বার মুম্বইয়ের বিরুদ্ধে সরাসরি জয় পেল কর্নাটক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ ০৪:৪৩
Share:

লড়াইয়ে: মুম্বইয়ের ব্যাটসম্যান সরফরাজ খান। ছবি:পিটিআই

ঘরের মাঠে রেলওয়েজের বিরুদ্ধে হারের পরে ফের কর্নাটকের বিরুদ্ধেও রঞ্জি ট্রফিতে হারল মুম্বই। আড়াই দিনেই তারা কর্নাটকের কাছে হেরে গেল পাঁচ উইকেটে।

Advertisement

রঞ্জি ট্রফিতে ২০১৩-১৪ মরসুম থেকে এই নিয়ে চার বার মুম্বইয়ের বিরুদ্ধে সরাসরি জয় পেল কর্নাটক। আগের দিনের ১০৯-৫ এই অবস্থা থেকে খেলা শুরু করে এ দিন মুম্বইয়ের ইনিংস শেষ হয় ১৪৯ রানে। সরফরাজ খান অপরাজিত থাকেন ৭১ রানে। অভিমন্যু মিঠুন (৩-৬২) ও বাঁ হাতি পেসার প্রতীক জৈনের (৪-১১) আগুনে বোলিংয়ের মোকাবিলা করতে পারেনি মুম্বই। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে সরাসরি জিততে গেলে কর্নাটককে করতে হত ১২৬। সেই লক্ষ্যে খেলতে নেমে কর্নাটকের দুই ওপেনার আর সমর্থ (৩৪) ও দেবদত্ত পাড়িক্কাল (৫০) জয়ের কাছে পৌঁছে দেন কর্নাটককে। জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ম্যাচ শেষ করে দেন এই ম্যাচেই অভিষেক হওয়া রোহন কদম (২১) ও কর্নাটক অধিনায়ক অভিষেক নায়ার (১০)।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement