রামচন্দ্র গুহ। ছবি: সংগৃহীত।
যত দিন না পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এ নতুন করে নির্বাচন হচ্ছে তত দিন চার সদস্যের এক প্যানেলের হাতে বোর্ড পরিচালনার দায়িত্ব দিয়েছিল সুপ্রিম কোর্ট। এ বার সেই প্যানেল থেকে অব্যাহতি চাইলেন প্যানেলের অন্যতম সদস্য ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। ব্যক্তিগত কারণেই তিনি সরে যেতে চান বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।
পিটিআই সূত্রে খবর, রামচন্দ্র গুহ জানিয়েছেন তিনি প্যানেলের চেয়ারম্যান বিনোদ রাইয়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। তবে, সুপ্রিম কোর্ট ওই সংক্রান্ত আবেদন শীর্ষ আদালতের কাছেই জমা দিতে বলেছে। আগামী ১৪ জুলাই শীর্ষ আদালত রামচন্দ্রের অব্যাহতি সংক্রান্ত ওই আবেদনের কথা শুনবে।
আরও খবর
ভারত এগিয়ে, তবে চমক দিতেই পারে পাকিস্তান
বোর্ডের কাজকর্মে সচ্ছতা আনতে ২০১৫তে সুপ্রিম কোর্ট লোঢা কমিটি গঠন করে। পরের বছর অর্থাত্ ২০১৬-র জানুয়ারিতে ওই কমিটি রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্ট অনুযায়ী বিসিসিআই-এর কাজকর্মে নজর রাখা ও মতামত দেওয়ার জন্য লোঢা কমিটির সুপারিশেই চার সদস্যের কমিটি গঠন করে শীর্ষ আদালত। কিন্তু, বোর্ড লোঢা কমিটির নির্দেশ না মেনে তাদের মতো করে কাজ চালাতে থাকে। এর পরেই চলতি বছরের ৩০ জানুয়ারি বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শির্কেকে সরিয়ে দেয় শীর্ষ আদালত। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়, নতুন করে নির্বাচন না হওয়া পর্যন্ত চার সদস্যের এই প্যানেল বোর্ড পরিচালনা করবে।
চার সদস্যের ওই প্যানেলেরই অন্যতম ছিলেন রামচন্দ্র গুহ। প্যানেলের অন্য সদস্যেরা হলেন প্রাক্তন মহিলা ক্রিকেটার ডায়ানা এডুলজি, ভারতের প্রাক্তন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বিনোদ রাই এবং আইডিএফসি-র সিইও বিক্রম লামায়ে। ওই প্যানেলের নেতৃত্বে ছিলেন বিনোদ রাই।