দ্রাবিড়ের ছেলের সেঞ্চুরিতে ভর করে ম্যাচ জিতল বেঙ্গালুরু

তাঁর বাবাকে বলা হয় ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’। টেস্ট, ওয়ান ডে মিলিয়ে দেশকে একাধিক গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছেন তিনি। বাবার দেখানো সেই পথেই এ বার হাঁটতে শুরু করল জুনিয়র দ্রাবিড়। তার অসাধারণ সেঞ্চুরিতে ভর করে টাইগার কাপ টুর্নামেন্টে জিতল দল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৬ ১৬:২৬
Share:

তাঁর বাবাকে বলা হয় ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’। টেস্ট, ওয়ান ডে মিলিয়ে দেশকে একাধিক গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছেন তিনি। বাবার দেখানো সেই পথেই এ বার হাঁটতে শুরু করল জুনিয়র দ্রাবিড়। তার অসাধারণ সেঞ্চুরিতে ভর করে টাইগার কাপ টুর্নামেন্টে জিতল দল।

Advertisement

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু ইউনাইটেড ক্রিকেট ক্লাব (বিইউসিসি) এবং ফ্র্যাঙ্ক অ্যান্টনি পাবলিক স্কুল। টাইগার কাপের সেই ম্যাচে ১২৫ রান করেন ১০ বছরের সমিত। মারেন এক ডজন বাউন্ডারি। তার শতরানে ভর করে ২৪৬ রানে ম্যাচ জেতে বিইউসিসি।

ব্যাট হাতে অবশ্য এর আগেও নজর কেড়েছে সমিত। কয়েক মাস আগে অনূর্ধ্ব বারোর একটি টুর্নামেন্টে পর পর তিনটি হাফ সেঞ্চুরি করে সেরা ব্যাটসম্যান হয়েছিল জুনিয়র দ্রাবিড়।

Advertisement

আরও পড়ুন:
দু’দলের ছিনতাইবাজরা আজ ঠিক করতে পারে ম্যাচের ভাগ্য

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement