এই নিয়ে তৃতীয় বার ওয়ার্ল্ড টুর ফাইনালসে নামার সুযোগ পেয়েছেন অলিম্পিক্স রুপোজয়ী সিন্ধু। —ফাইল চিত্র।
মরসুম শেষের ওয়ার্ল্ড টুর ফাইনালসে (যা শুরু ১২ ডিসেম্বর) সেরা ছন্দে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী পি ভি সিন্ধু। ভারতীয় ব্যাডমিন্টন তারকা মনে করেন লখনউয়ে সদ্য শেষ হওয়া সৈয়দ মোদী আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বিশ্রাম নেওয়ায় যথেষ্ট প্রস্তুতি নিয়েই তিনি টুর ফাইনালসে নামতে পারবেন।
অলিম্পিক্স রুপোজয়ী সিন্ধু এই নিয়ে তৃতীয় বার ওয়ার্ল্ড টুর ফাইনালসে নামার সুযোগ পেয়েছেন। যে প্রতিযোগিতায় গোটা মরসুমে পারফরম্যান্সের নিরিখে বেছে নেওয়া সেরা আট জন খেলোয়াড় লড়াই করার সুযোগ পান। গত বার তিনি ফাইনালে হেরে গিয়েছিলেন আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে। তবে এ বার তাঁর প্রস্তুতি নিয়ে সিন্ধু বলেছেন, ‘‘এ বার আশা করছি আরও ভাল ছন্দে থাকব কারণ প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময় পেয়েছি। নিজের সেরাটা দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। মরসুমের অন্যতম বড় টুর্নামেন্ট এটা, সব সেরা খেলোয়াড়েরা লড়াই করে। তাই খুব কঠিন লড়াই হবে। তবে আমি ভীষণ ভাবে চাই জিততে।’’
গত বারের মতো এ বারও সিন্ধু ধারাবাহিক ভাবে পারফরম্যান্স দেখিয়েছেন। তবে খেতাব অধরা রয়েছে এখনও ভারতীয় ব্যাডমিন্টন তারকার। টুর ফাইনালসে কোন খেলোয়াড়দের হারানো কঠিন বলে মনে হচ্ছে জানতে চাইলে সিন্ধু বলেন, ‘‘আমার মনে হয় সবাই খুব ভাল খেলোয়াড়। এ রকম নয়, যে কোনও নির্দিষ্ট এক জনকে হারানো কঠিন। সব কিছু নির্ভর করে ওই নির্দিষ্ট দিনটায় কে কেমন খেলছে। অনেক জুনিয়র খেলোয়াড়ও এখন উঠে আসছে। তাই আমাদের সেরাটা দিতে হবে জিততে।’’