ইন্ডিয়ান ওপেন ফাইনালে দুরন্ত সিন্ধু

সাইনা নেহওয়াল আগেই বিদায় নেওয়ায় যাবতীয় আগ্রহের কেন্দ্রে ছিলেন সিন্ধুই। অলিম্পিক্স পদকজয়ী ভারতীয় তারকার সঙ্গে বিশ্বের তিন নম্বরের লড়াই নিয়ে তুমুল আগ্রহেরও সৃষ্টি হয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৫৭
Share:

অপ্রতিরোধ্য: ইন্তানন-কে উড়িয়ে দিলেন সিন্ধু। শনিবার। ছবি: পিটিআই।

ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে উঠলেন পি ভি সিন্ধু। শনিবার সেমিফাইনালে তাইল্যান্ডের রাতচানক ইন্তানন-কে ২১-১৩, ২১-১৫ গেমে হারিয়ে দিলেন ভারতীয় তারকা। এ বার ফাইনালে সিন্ধুর সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের বেইওয়েন ঝ্যাং।

Advertisement

সাইনা নেহওয়াল আগেই বিদায় নেওয়ায় যাবতীয় আগ্রহের কেন্দ্রে ছিলেন সিন্ধুই। অলিম্পিক্স পদকজয়ী ভারতীয় তারকার সঙ্গে বিশ্বের তিন নম্বরের লড়াই নিয়ে তুমুল আগ্রহেরও সৃষ্টি হয়েছিল। সিন্ধু শুরু থেকেই আগ্রাসী ব্যাডমিন্টন খেলতে থাকেন। দুরন্ত রিটার্ন এবং কোর্টে তাঁর দ্রুত নড়াচড়া চাপে ফেলে দেয় ইন্তাননকে। প্রথম গেমেই সিন্ধু এগিয়ে যান ১১-৩ পয়েন্টে। ইন্তানন নিজের রিটার্ন নিয়ে বার বার সমস্যায় পড়ে যান। কখনও বাইরে মারেন, কখনও নেটে। যার সুযোগ পুরোপুরি কাজে লাগান সিন্ধু।

দ্বিতীয় গেমেও বিশেষ হেরফের হয়নি। সিন্ধুর দাপট অব্যাহত ছিল। গত কাল সিন্ধু টুইট করেছিলেন, ‘সেমিফাইনালে আমার ম্যাচ ইন্তাননের সঙ্গে। আমাকে শুভেচ্ছা জানান।’ যে রকম বিধ্বংসী ফর্মে ছিলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা, তাতে অবশ্য কারও শুভেচ্ছা তাঁর দরকার ছিল না। এ বার দেখার, ফাইনালে তিনি কী করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement