সফল: ব্যাঙ্ককে সোনা জিতে পূজা রানি। শুক্রবার। পিটিআই
অমিত পঙ্গাল ও পূজা রানির সৌজন্যে ব্যাঙ্ককে ভারতীয় বক্সিংয়ে সোনার দিন! চিনের জিয়ানে মেয়েদের এশীয় কুস্তিতে অবশ্য সোনা আসেনি। প্রাপ্তি দু’টি ব্রোঞ্জ। জিতলেন সাক্ষী মালিক ও বিনেশ ফোগত।
এশীয় বক্সিংয়ের শেষ দিন এশিয়ান গেমসে সেরা অমিত ৫২ কেজিতে সোনা জিতলেন দক্ষিণ কোরিয়ার কিম ইনকিউকে হারিয়ে। দ্বিতীয় সোনা জিতলেন মেয়েদের ৮১ কেজিতে পূজা। হারালেন চিনের ওয়াং লিনাকে। বক্সিং থেকে ভারত পেল ১৩টি পদক। দু’টি সোনা ছাড়া চারটি রুপো এবং সাতটি ব্রোঞ্জ।
অমিতের বিরুদ্ধে বেশি উচ্চতার কিম প্রথম থেকেই প্রতিআক্রমণের কৌশল নেন। কিন্তু অমিত স্বভাবসুলভ আগ্রাসী বক্সিং দেখান। কয়েক বার কিমকে কোণঠাসাও করেন। বিচারকরা তাঁকেই বিজয়ী ঘোষণা করেন। চমকপ্রদ ঘটনা আঠাশ বছরের পূজার সোনা জয়ও। হরিয়ানার ভিওয়ানির এই বক্সারের উঠে আসা তাঁর বাবার প্রবল বিরোধিতার মধ্যে দিয়ে। সোনা জিতে উল্লসিত পূজা সে কথাই মজা করে মনে করালেন।