Sachin Tendulkar

আইপিএল নিলামে সচিন পুত্র অর্জুন, শ্রীসন্থ, সরে গেলেন মিচেল স্টার্ক

এঁদের মধ্যে রয়েছেন অর্জুন তেন্ডুলকর এবং শ্রীসন্থ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২১ ২০:২৬
Share:

আইপিএল নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করলেন ১০৯৭ জন ক্রিকেটার। ফাইল চিত্র

আইপিএল নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করলেন ১০৯৭ জন ক্রিকেটার। এঁদের মধ্যে রয়েছেন অর্জুন তেন্ডুলকর এবং শ্রীসন্থ

Advertisement

আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইতে আয়োজিত হবে ত্রয়োদশ আইপিএলের নিলাম। শুক্রবার বিসিসিআই জানিয়েছে, নিলামের তালিকায় ৮১৪ জন ভারতীয় ছাড়াও রয়েছেন ২৮৩ জন বিদেশি ক্রিকেটার। তবে একইসঙ্গে ২১ জন এমন ক্রিকেটার রয়েছেন, যাঁদের এখনও আন্তর্জাতিক মঞ্চে খেলার অভিজ্ঞতা হয়নি। এঁদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন। এমনকী স্পট ফিক্সিংয়ের জন্য বোর্ড থেকে নির্বাসিত হওয়া শ্রীসন্থ এবার আইপিএল খেলতে চান। তাই তাঁর নামও পাঠিয়েছে কেরল ক্রিকেট সংস্থা। আট বছর আগে শেষ আইপিএলে খেলেছিলেন শ্রীসন্থ। যদিও আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ালেন অজি জোরে বোলার মিচেল স্টার্ক।

আসন্ন ক্রোড়পতি লিগে বিদেশিদের তালিকায় অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। মোট ২৮৩ জন বিদেশিদের মধ্যে ক্যারিবিয়ানদের সংখ্যা ৫৬। সেখানে মাত্র ৪২ জন অজি ক্রিকেটার এবারের ক্রোড়পতি লিগে অংশ নেবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement