যৌবনে।
ভারতীয় ফুটবলে আধুনিকতার জনক। ডায়মন্ড সিস্টেমকে ময়দানি আবহে টেনে আনা। উদ্ভাবনী কোচিং। পিকের সঙ্গে কিংবদন্তি তরজা। নতুন প্রজন্ম এ সব গল্পই শুনেছে বাবা-কাকাদের থেকে। তবে পুরনো প্রজন্মের স্মৃতিতে তিনি এখনও সজীব-সতেজ। সেই অমল দত্ত আর নেই। রবিবার রাতে মারা গেলেন তিনি। গ্যালারির পাতায় ফিরে এল অমল দত্তের জীবনের কয়েক মুহূর্ত।
আরও পড়ুন
শেষযাত্রায় অমল দত্ত, শ্রদ্ধা জানাতে মানুষের ঢল