ফাইল চিত্র।
ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে ২০২৩-এ চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এতিহাদের ক্লাবের ম্যানেজার পেপ গুয়ার্দিওলার ইচ্ছে, তার পরে কোনও জাতীয় দলকে প্রশিক্ষণ দেওয়া।
লিয়োনেল মেসির ‘প্রাক্তন গুরু’ বলেছেন, ‘‘এই দলটার সঙ্গে সাত বছর কাটানোর পরে মনে হয় আমাকে কিছু দিনের জন্য অন্তত ছুটি নিতে হবে।’’ ৫০ বছর বয়সি বিখ্যাত কোচ পেপের আরও কথা, ‘‘তার পরে আমাকে বুঝতে হবে এতদিন কী কী করতে পেরেছি। বলা যায় সেখান থেকেই আমায় নিজেকে ভবিষ্যতের জন্য উদ্বুদ্ধ করতে হবে।’’
নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্নের কথাও গোপন করেননি ক্লাব ফুটবলে বিশ্বের অন্যতম সফল কোচ। ‘‘এর পরে কোনও জাতীয় দলের কোচ হতে চাই। সেটা দক্ষিণ আমেরিকার কোনও দেশ হতে পারে বা ইউরোপের। কোপা আমেরিকায় কাজ করার অভিজ্ঞতাও আমি অর্জন করতে চাই,’’ বলেছেন পেপ। ম্যাঞ্চেস্টার সিটির ম্যানেজার অবশ্য জানিয়ে দিয়েছেন, তাঁর পছন্দের দেশটা কখনওই ব্রাজিল হতে পারে না। কেন তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন, ‘‘আমার মনে হয় ব্রাজিল সব সময় তার নিজের দেশেরই কাউকে কোচ করে। কোনও বিদশির ব্রাজিল দলের কোচিং করানোর সুযোগ পাওয়ার কোনও সম্ভাবনা আমি অন্তত দেখি না।’’
প্রাক্তন বার্সেলোনা ফুটবলার পেপ কোচের ভূমিকায় দারুণ সফল বললেও কিছুই বলা হয় না।