Pele

শোকস্তব্ধ পেলে, জিকো

শোকস্তব্ধ পেলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘দুর্ভাগ্যবশত গত কয়েক দিন ধরে আকাশে তারার সংখ্যা বাড়ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ০৪:৩০
Share:

পাওলো রোসি (১৯৫৬ - ২০২০)

পাওলো রোসির প্রয়াণে শোকে বিহ্বল গোটা বিশ্বের ফুটবলপ্রেমী ও প্রাক্তনরা। এ দিন সকালে রোসির স্ত্রী ফেদেরিকা কাপ্পেলেত্তির সোশ্যাল মিডিয়ায় বার্তা থেকেই খবরটি ছড়িয়ে পড়ে। যেখানে প্রয়াত ফুটবলারের স্ত্রী ইটালীয় ভাষায় লিখেছিলেন, ‘‘পের সেম্প্রে’’ যার অর্থ, অমর। রোসির মৃত্যুর কারণ জানানো হয়নি পরিবারের পক্ষ থেকে। তবে ইটালীয় সংবাদমাধ্যমের খবর, দূরারোগ্য রোগে ভুগছিলেন তিনি।

Advertisement

শোকস্তব্ধ পেলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘দুর্ভাগ্যবশত গত কয়েক দিন ধরে আকাশে তারার সংখ্যা বাড়ছে। এক বার শুনেছিলাম, তোমার বাবা আমার খেলা দেখাতে নিয়ে গিয়েছিল। ফিওরেন্তিনার বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচ ছিল সেটা। তোমার তখন ১০ বছর বয়স। কী সম্মানের ব্যাপার। তোমার বন্ধুত্ব ও উদারতার জন্য ধন্যবাদ। বন্ধু পাওলো, ঈশ্বর যেন তোমার দু’হাত বাড়িয়ে স্বাগত জানায়।’’

আরও খবর: এবার মোতেরায় পিঙ্ক বল টেস্ট, ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে

Advertisement

আরও খবর: মেসির রোনাল্ডো বন্দনা! ছবি দিলেন সিআর৭-এর বোন

প্রাক্তন ফরাসি তারকা মিশেল প্লাতিনি বলেছেন, ‘‘দুরন্ত ফুটবলার ও গোলদাতা ছিল। জুভেন্টাসে এক সঙ্গে তিন মরসুমে খেলেছি। সে সময় সব ট্রফি আমরাই পেতাম। চোটের কারণে বেশিদিন ফুটবল খেলতে পারেনি। নির্বাসনের জন্য অনেক কষ্ট পেয়েছিল।’’ প্রাক্তন ব্রাজিলীয় তারকা জিকো বলেছেন, ‘‘শান্তিতে থাকুক আমার ভাল বন্ধু এবং সোনার ছেলে।’’ পাশাপাশি প্রাক্তন জার্মান ফুটবলার য়ুর্গেন ক্লিন্সম্যান টুইট করেন, ‍‘‍‘বন্ধু পাবলিটো, তোমাকে সব সময়ে মনে রাখব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement